Advertisement
১৬ মে ২০২৪

গুয়াহাটিতে এসপিওদের আন্দোলন

স্থায়ী চাকরির দাবিতে ও নেতাদের গ্রেফতারির প্রতিবাদে আজ কামরূপের জেলা কালেক্টরেটের সামনে সপরিবার ধর্নায় বসে প্রতিবাদ জানালেন স্পেশাল পুলিশ অফিসাররা (এসপিও)। বিক্ষোভের জেরে দুশোরও বেশি এসপিওকে আটক করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০৩:১৪
Share: Save:

স্থায়ী চাকরির দাবিতে ও নেতাদের গ্রেফতারির প্রতিবাদে আজ কামরূপের জেলা কালেক্টরেটের সামনে সপরিবার ধর্নায় বসে প্রতিবাদ জানালেন স্পেশাল পুলিশ অফিসাররা (এসপিও)। বিক্ষোভের জেরে দুশোরও বেশি এসপিওকে আটক করে পুলিশ। ডিমা হাসাও জেলায় পুলিশ ও বিক্ষুব্ধ এসপিওদের মধ্যে গুলির লড়াইয়ে পাঁচ জন জখম হওয়ার পরে বিভিন্ন জেলা প্রশাসন জোর করে এসপিওদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়েছে। দু’দিন আগে বিভিন্ন জেলা থেকে এসপিওরা সপরিবারে গুয়াহাটি রওনা হন। তাঁদের দাবি, অনিয়মিত চাকরি ও বেতনের জন্য তাঁদের পক্ষে সংসার প্রতিপালনই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাঁদের পরিবারের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। এর পর একটি সংবাদ চ্যানেলে সাক্ষাৎকার দিতে আসার সময় এসপিও কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ সাত নেতাকে পুলিশ গ্রেফতার করে।

প্রতিবাদে আজ সকালে এসপিওরা স্ত্রী ও সন্তান-সহ কামরূপ মহানগর জেলাশাসকের দফতর ঘেরাও করতে আসেন। দাবি জানান, এখন অবধি গ্রেফতার হওয়া সব এসপিও নেতা ও কর্মীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। এসপিওরা হুমকি দিয়েছেন, দাবি পূরণ না হলে তাঁরা আন্দোলনে নামবেন। ২০০৮ সালে অসম এসপিও পদ তৈরি করে। প্রাথমিক ভাবে তাদের কাজ ছিল অশান্ত ডিমা হাসাওয়ে সরকারি কর্মীদের নিরাপত্তা দেওয়া ও নির্মাণস্থলে পাহারা দেওয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Guwahati SP Agitation Kamrup DM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE