Advertisement
১৫ মে ২০২৪
AIMPLB

এ বার তৈরি হচ্ছে মুসলিম ভুয়ো গুরুদের তালিকা

তাঁর কথায়, ‘‘কিছু অসাধু মানুষের জন্য সৎ ধর্ম গুরুরা বদনাম হচ্ছেন। যাতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এমন অভিযোগ না ওঠে, সে জন্যই এই পদক্ষেপ।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৪৬
Share: Save:

পথ দেখিয়েছে অখিল ভারতীয় আখড়া পরিষদ। গত সপ্তাহে ভুয়ো হিন্দু ‘বাবা’দের একটা তালিকা তৈরি করেছে তারা। এ বার তাদের দেখানো পথে ভুয়ো মুসলিম ধর্মগুরুদের তালিকা বানাতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)।

খুব শীঘ্রই এই তালিকা প্রকাশ করা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার বোর্ডের কার্যনির্বাহী সদস্য মৌলানা খালিদ রশিদ ফারানঙ্গি মাহালি এ কথা জানান। তাঁর দাবি, ‘‘মানুষ যাতে কোনও ধর্মগুরুর কাছে গিয়ে প্রতারিত না হন, সেটা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হচ্ছে।’’

একইসঙ্গে, সম্প্রতি অখিল ভারতীয় আখড়া পরিষদ ভুয়ো ১৪ জন ‘বাবা’র যে তালিকা প্রকাশ করেছে, সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মৌলানা খালিদ। তাঁর কথায়, ‘‘কিছু অসাধু মানুষের জন্য সৎ ধর্ম গুরুরা বদনাম হচ্ছেন। যাতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এমন অভিযোগ না ওঠে, সে জন্যই এই পদক্ষেপ।’’

আরও পড়ুন: অপহরণের ‘নাটক’, বাবার কাছে মুক্তিপণ চাইল ছেলে!

আসারাম, রাম রহিমের মতো স্বঘোষিত হিন্দু বাবাদের যৌন কেলেঙ্কারি বা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রকাশ্যে আসায় অস্বস্তি বেড়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের। কারণ, এই সব বাবাদের অনেকের সঙ্গেই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সু-সম্পর্ক নানা ভাবে প্রকাশিত। পরিস্থিতির চাপে সঠিক ‘বাবা’ চেনাতে আই কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারতীয় আখড়া পরিষদ। পাশাপাশি ১৪ ভুয়ো বাবার তালিকাও প্রকাশ করেছে তারা। এ বার সেই পথে হাঁটতে চলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE