Advertisement
২২ মে ২০২৪
Allahabad High Court

সন্দেহের বশে ১১ জনকে ‘খুন’! ভুয়ো সংঘর্ষ মামলায় ৪৩ পুলিশকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা

১৯৯১ সালের ১২ জুলাই উত্তরপ্রদেশের পিলভিটে এগারো জন শিখ পুণ্যার্থীকে পুলিশ গুলি করে মেরে ফেলে। পুলিশের সন্দেহ ছিল যে, এই এগারো জন নিষিদ্ধ খলিস্তান লিবারেশন ফ্রন্টের সদস্য।

এলাহাবাদ হাই কোর্ট।

এলাহাবাদ হাই কোর্ট। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ১৩:৫০
Share: Save:

একত্রিশ বছরের পুরনো ভুয়ো সংঘর্ষ মামলায় ৪৩ জন পুলিশ আধিকারিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল এলাহাবাদ হাই কোর্ট। বিচারপতি রমেশ সিন্‌হা এবং বিচারপতি সরোজ যাদবের ডিভিশন বেঞ্চ ১৯৯১ সালের পিলভিট ভুয়ো সংঘর্ষ মামলায় এই রায় দিয়েছে।

১৯৯১ সালের ১২ জুলাই উত্তরপ্রদেশের পিলভিটে এগারো জন শিখ পুণ্যার্থীকে পুলিশ গুলি করে মেরে ফেলে। পুলিশের সন্দেহ ছিল যে, এই এগারো জন নিষিদ্ধ এবং বিচ্ছিন্নতাবাদী খলিস্তান লিবারেশন ফ্রন্টের সদস্য।

এই ঘটনায় সুপ্রিম কোর্ট ১৯৯২ সালের ১৫ মে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তদন্তকারী সংস্থা এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করলে, নিম্ন আদালত ৫৭ জন পুলিশকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। অভিযুক্তরা নিম্ন আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন। হাই কোর্ট ৪৩ জন অভিযুক্তের সাজা বহাল রাখল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE