Advertisement
০৩ মে ২০২৪
Coin

৪১০ দেশের নোট সংগ্রহ করে রেকর্ড বুকে নাম তুলে ফেললেন ইঞ্জিনিয়ার

রাজেন্দ্রর সংগ্রহে রাষ্ট্রসংঘের সদস্য  ১৮৯টি দেশ, ২৭টি দ্বীরাষ্ট্রএবং তারও বাইরের কিছু অঞ্চলের নোট রয়েছে। সব থেকে বেশি দেশের নোট সংগ্রহের রেকর্ড এর আগে ছিল কোয়ামবত্তুরের জয়েশ কুমারের দখলে।

৪১০ দেশের নোট সংগ্রহ করে রেকর্ড চেন্নাইয়ের ইঞ্জিনিয়ারের। টুইটার থেকে নেওয়া ছবি।

৪১০ দেশের নোট সংগ্রহ করে রেকর্ড চেন্নাইয়ের ইঞ্জিনিয়ারের। টুইটার থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২১ ১৫:৩৪
Share: Save:

চেন্নাইয়ের এক সফ্টওয়ার ইঞ্জিনিয়ার নাম তুলে ফেললেন ‘এশিয়া বুক অব রেকর্ডস’ এবং ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ। তাঁর কাছে মোট ৪১০ দেশের নোট রয়েছে, যা এখনও পর্যন্ত নোট সংগ্রাহকদের মধ্যে সর্বাধিক।

চেন্নাইয়ের বছর ৩৪-এর আন্নামালাই রাজেন্দ্র জানিয়েছেন, গত ১০ বছর ধরে তিনি নানা দেশের নোট সংগ্রহ করছেন। এই নোটের একটা বড় অংশ বন্ধুদের মাধ্যমে এবং নিলামের দ্বারা সংগ্রহ করছেন তিনি।

রাজেন্দ্রর সংগ্রহে রাষ্ট্রসংঘের সদস্য ১৮৯টি দেশ, ২৭টি দ্বীরাষ্ট্রএবং তারও বাইরের কিছু অঞ্চলের নোট রয়েছে। সব থেকে বেশি দেশের নোট সংগ্রহের রেকর্ড এর আগে ছিল কোয়ামবত্তুরের জয়েশ কুমারের দখলে।

রাজেন্দ্রর সংগ্রহে যে নোটগুলি রয়েছে, সেগুলি ১৭ থেকে ২১ শতকের। এর মধ্যে কিছু যেমন কাগজের তৈরি আবার পলিমার, কার্ডবোর্ড, সোনা বা কাপড়ের তৈরি নোটও রয়েছে। এই সংগ্রহে বিচিত্র কিছু মুদ্রাও রয়েছে। এমন কিছু মুদ্রা রয়েছে, যা অন্ধকারেও দেখা যায়। প্রাচীন মুদ্রার মধ্যে চোল ও রোমান সাম্রাজ্যের মুদ্রা রয়েছে রাজেন্দ্র সংগ্রহে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coin Note Chennai Record
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE