Advertisement
০৪ মে ২০২৪

সেনাপ্রধানকে সর্বোচ্চ পদক, ২৮ পদক শুধু সিবিআইয়ের 

মোদী সরকারের আমলে শেষ প্রজাতন্ত্র দিবসের আগে পরম বিশিষ্ট সেবা পদক পেলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়ত ও আরও ১৮ জন প্রবীণ সেনাকর্তা। যুদ্ধের সময় বাদে এটাই সাহসিকাতার জন্য দেশের সর্বোচ্চ সামরিক পদক। গত চার দশকে যাঁরাই সেনাপ্রধান হয়েছেন, তাঁদের সকলে বাহিনীর শীর্ষ পদ পাওয়ার আগেই এই পদকে ভূষিত হয়েছিলেন। ব্যতিক্রম জেনারেল রাওয়ত।   

সংবাদ সংস্থা   
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০২:৩১
Share: Save:

মোদী সরকারের আমলে শেষ প্রজাতন্ত্র দিবসের আগে পরম বিশিষ্ট সেবা পদক পেলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়ত ও আরও ১৮ জন প্রবীণ সেনাকর্তা। যুদ্ধের সময় বাদে এটাই সাহসিকাতার জন্য দেশের সর্বোচ্চ সামরিক পদক। গত চার দশকে যাঁরাই সেনাপ্রধান হয়েছেন, তাঁদের সকলে বাহিনীর শীর্ষ পদ পাওয়ার আগেই এই পদকে ভূষিত হয়েছিলেন। ব্যতিক্রম জেনারেল রাওয়ত।

সাহসিকতার জন্য দ্বিতীয় সর্বোচ্চ সম্মান কীর্তি চক্র দেওয়া হল সিআরপিএফের দুই শহিদ কনস্টেবল প্রদীপকুমার পাণ্ডা ও রাজেন্দ্রকুমার নাইঁকে। তাঁদের কম্যান্ডার অ্যাসিস্যান্ট কম্যান্ডান্ট জিলে সিংহকে দেওয়া হয়েছে তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান শৌর্য চক্র। ২০১৭-র ৩০ জুন কাকভোরে জম্মু-কাশ্মীরে অবন্তীপুরার সেনা ছাউনিতে ফিঁদায়ে হামলা রুখে দিয়েছিলেন এঁরা। ৩৬ ঘণ্টা লড়াইয়ে মৃত্যু হয় তিন সশস্ত্র জঙ্গির। নিহত হন প্রদীপকুমার ও রাজেন্দ্রকুমার।

সরকারি সেবা পদক ও পুরস্কার জয়ীদের মধ্যে এ বার পাল্লা ভারী সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্ত সংস্থাটির ২৮ জন অফিসার আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে বিশিষ্ট সেবা পদক পেলেন। মাফিয়া ডন ছোটা রাজনের বিরুদ্ধে অনেকগুলি মামলার তদন্তে নেতৃত্ব দিয়ে মেধাবী সেবা পুলিশ পদক পেলেন এসপি এম আর কাডোলে।

প্রজাতন্ত্র দিবসের আগে আজ পুলিশ পদক পেলেন মোট ৮৫৫ জন। তাঁদের মধ্যে সাহসিকতার পদক পেলেন ১৪৬ জন, বিশিষ্ট সেবার জন্য ৭৪ জন ও মেধাবী সেবার জন্য ৬৩২ জন। সাহস ও বুদ্ধির জোরে এবং নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচানোর জন্য মরণোত্তর সর্বোত্তম জীবন রক্ষা পদক দেওয়া হল ৮ জনকে। ১৫ জন পেলেন উত্তম জীবন রক্ষা পদক এবং ২৫ জন জীবন রক্ষা পদক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bipin Rawat Army Chief Highest Military Award
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE