নভজোৎ সিংহ সিধু এবং বিক্রম সিংহ মজিথিয়া। ছবি: সংগৃহীত।
পঞ্জাবের বিধানসভা ভোটে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিংহ সিধুর বিরুদ্ধে নিজের শ্যালক বিক্রম সিংহ মজিথিয়াকে প্রার্থী করলেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর বাদল। অমৃতসর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক সিধুর বিরুদ্ধে অকালি দল বিক্রমকে প্রার্থী করায় সেখানে ভোট-যুদ্ধ জমে উঠবে বলে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
সুখবীরের স্ত্রী তথা অকালি দলের সাংসদ হরসিমরত কউরের ভাই বিক্রম ২০০৭ থেকে টানা তিনটি বিধানসভা ভোটে অমৃতসর জেলারই মজিথা কেন্দ্র থেকে জিতেছেন। সুখবীরের বাবা প্রকাশ সিংহ বাদলের দু’দফার মুখ্যমন্ত্রিত্বের সময় একধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বও সামলেছেন। এ বার তাঁর আসন বদলে অমৃতসর-পূর্বে প্রার্থী হচ্ছেন বিক্রম।
অকালি দলের যুবশাখার প্রাক্তন প্রধান বিক্রমের বিরুদ্ধে কিছু দিন আগে মাদক চোরাচালান চক্রের সঙ্গে যোগসাজসের অভিযোগ তুলেছিলেন সিধু। এর পর গত ডিসেম্বরে মাজিথিয়ার বিরুদ্ধে মাদক চোরাচালানে যুক্ত জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করেছিল পঞ্জাব পুলিশ। চণ্ডীগড় হাই কোর্ট থেকে আগাম জামিন নিতে হয়েছিল তাঁকে। এ বার তাঁর আসন বদলের নেপথ্যে সেই রাজনৈতিক বৈরিতাকেই ‘কারণ’ মনে করা হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাব বিধানসভার ১১৭টি আসনেই এক দফায় ভোটগ্রহণ হবে। গণনা, আগামী ১০ মার্চ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy