Advertisement
১৯ মে ২০২৪

বেঙ্গালুরুর রাস্তায় অ্যানাকোন্ডা!

খানা-খন্দে ভরা বেঙ্গালুরুর রাস্তায় আস্ত একটা কুমিরের প্রতিমূর্তি বসিয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন শিল্পী বাদল নাঞ্জুনদাস্বামী। শিল্পীর দেখানো সেই প্রতিবাদের রাস্তাতেই হাঁটল রাজ্যেরই এক বেসরকারি সংস্থা। এ বার তারা খন্দে ভরা রাস্তার মাঝে অ্যানাকোন্ডার প্রতিমূর্তি বসাল।

ছবি: দিল্লি ট্রাফিক পুলিশের সৌজন্যে।

ছবি: দিল্লি ট্রাফিক পুলিশের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৫ ১৮:০৪
Share: Save:

খানা-খন্দে ভরা বেঙ্গালুরুর রাস্তায় আস্ত একটা কুমিরের প্রতিমূর্তি বসিয়ে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন শিল্পী বাদল নাঞ্জুনদাস্বামী। শিল্পীর দেখানো সেই প্রতিবাদের রাস্তাতেই হাঁটল রাজ্যেরই এক বেসরকারি সংস্থা। এ বার তারা খন্দে ভরা রাস্তার মাঝে অ্যানাকোন্ডার প্রতিমূর্তি বসাল। সেখানে দেখানো হয়েছে একটা মানুষকে গিলে ফেলছে সাপটি। এর মাধ্যমে প্রশাসনকে ফের বার্তা দিতে চেয়েছে পথচারীদের জন্য মরণফাঁদ তৈরি হয়ে আছে বেঙ্গালুরুর সর্বত্র! এতেও কি প্রশাসনের টনক নড়বে? প্রশ্ন উঠছে বেঙ্গালুরুবাসীদের মধ্যে। বাদলের শিল্প যদি প্রশাসনের টনক নাড়াতে পারে, তবে অ্যানাকোন্ডাও পারবে প্রশাসনকে এ বিষয়ে ভাবতে।

গত দু’মাস আগেই বেঙ্গালুরুর বেহাল সড়ক, নিকাশি এবং ট্রাফিক সিস্টেমের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে নেমেছিলেন বাদল। খন্দে ভরা রাস্তার জমা জলে আস্ত একটা কুমির বসিয়ে নজর কেড়েছিলেন বেঙ্গালুরুবাসীর। তাঁর প্রতিবাদ ছিল বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি)-র বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তাঁর কুমির নিয়ে হইচই পড়ে যাওয়ায় এক প্রকার বাধ্য হয়েই রাস্তা সংস্কারে নামে বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি)। এ বারও ওই বেসরকারি সংস্থার প্রতিবাদে বিবিএমপি সাড়া দেয় কি না সেটাই এখন দেখার বিষয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengaluru anaconda police delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE