Advertisement
০১ জুন ২০২৪
UPSC

UPSC: আইপিএস হয়েও সন্তুষ্ট হননি, দ্বিতীয় বার বাজিমাত করে আইএএস হলেন দিব্যাশক্তি

বিহারের জালালপুর জেলার সরনের বাসিন্দা দিব্যা। চিকিৎসক পরিবারে বেড়ে উঠেছেন। শৈশব থেকেই মেধাবী।

দিব্যাশক্তি। এ বার ইউপিএসসিতে র‌্যাঙ্ক ৫৮।

দিব্যাশক্তি। এ বার ইউপিএসসিতে র‌্যাঙ্ক ৫৮।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ০২ জুন ২০২২ ১৮:৫৬
Share: Save:

প্রথম বারের চেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় সফল হয়েছিলেন তিনি। আইপিএস-এর জন্য নির্বাচিত হয়ে প্রশিক্ষণও শুরু করেছেন। কিন্তু আইপিএস হয়ে তিনি সন্তুষ্ট হতে পারেননি। তাঁর লক্ষ্য ছিল আইএএস। এ বার সেই নিশানাতেই তির মারলেন দিব্যাশক্তি।

বিহারের জালালপুর জেলার সরনের বাসিন্দা দিব্যা। চিকিৎসক পরিবারে বেড়ে উঠেছেন। শৈশব থেকেই মেধাবী। প্রথমে মুজফ্‌ফরপুর, পরে বোকারোয় পড়াশোনা করেন। কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতকোত্তর করেছেন। কাজ করেছেন একটি আন্তর্জাতিক সংস্থাতেও। সেই কাজ করতে করতেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেন। ২০১৯-এ পরীক্ষায় বসেন। ৭৯ র‌্যাঙ্ক করেন। এবং এক জন আইপিএস হিসেবে নির্বাচিত হন।

কিন্তু আইপিএস দিব্যার লক্ষ্য ছিল না। তাঁর লক্ষ্য ছিল আইএএস। একটা বড় কিছু করার তাগিদে ফের ২০২২-এ ফের ইউপিএসসি পরীক্ষায় বসেন দিব্যা। এ বার তাঁর র‌্যাঙ্ক হয় ৫৮।

দিব্যার বাবা সরকারি হাসপাতালের প্রাক্তন সুপার। তিনি বলেন, “শৈশব থেকেই পড়াশোনায় ভাল দিব্যা। নিজের লক্ষ্যে পৌঁছতে দিনরাত এক করে প্রস্তুতি নিয়েছে। ওর এই সাফল্যে আমরা যথেষ্ট খুশি।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

UPSC Bihar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE