Advertisement
০১ নভেম্বর ২০২৪
BSF

মোদীর নামে ‘শ্রী’ না জোড়ায় সাত দিনের বেতন কাটা!

এই ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কমান্ডান্ট অনুপলাল ভগত কনস্টেবল সঞ্জীব কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিএসএফ-এর ৪০ নম্বর ধারায় কনস্টেবলের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হয়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৮ ১৫:১৩
Share: Save:

প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করার সময় ‘মাননীয়’ বা ‘শ্রী’ ব্যবহার না করায় সাত দিনের মাইনে কেটে নেওয়া হল এক বিএসএফ জওয়ানের। ঘটনাটি ঘটেছে নদিয়ার মাহাতপুরে বিএসএফ-এর ১৫ নম্বর ব্যাটালিয়নের হেড কোয়ার্টারে।

জানা গিয়েছে, ২১ ফেব্রুয়ারি রুটিন প্যারেডে অংশ নিয়েছিলেন বিএসএফ-এর এক কনস্টেবল, নাম সঞ্জীব কুমার। সেখানে একটি রিপোর্ট দেওয়ার সময় তিনি ‘মোদী প্রোগ্রাম’-এর কথা উল্লেখ করেন। অভিযোগ, এই সময় ‘মোদী প্রোগ্রাম’ বলার আগে ‘মাননীয়’ বা ‘শ্রী’ ব্যবহার করেননি সঞ্জীব কুমার। ফলে বিএসএফ-এর ১৫ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে ওই কনস্টেবলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগ আনা হয়।

এই ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কমান্ডান্ট অনুপলাল ভগত কনস্টেবল সঞ্জীব কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিএসএফ-এর ৪০ নম্বর ধারায় কনস্টেবলের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনা হয়। এর পরই ব্যাটালিয়নের সদর দফতর থেকে শাস্তি হিসেবে ওই কনস্টেবলের সাত দিনের বেতন কাটার সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ত্রিপুরায় হিংসা থামান, মোদীকে চিঠি সিপিএমের

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE