Advertisement
১৯ মে ২০২৪
tourist sopt

Tourist Spot: নৈসর্গিক! এমন দৃশ্য উপভোগ করতে হলে আসতেই হবে এখানে, বলুন তো, জায়গাটি কোথায়

প্রতি বছর এই দৃশ্যের টানেই হাজার হাজার পর্যটক ছুটে আসেন এখানে।

ছবি: শাটারস্টক।

ছবি: শাটারস্টক।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১৮:৪৯
Share: Save:

চেনা চেনা দৃশ্য, তবু অনেকেরই কাছে অচেনা। লাল আভায় ভরে ওঠা মহীরুহের এমন নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে কে না ভালবাসে! এই দৃশ্য দেখে মনে হতেই পারে সুইৎজারল্যান্ড বা টোকিয়ো। কিন্তু না, এ দেশেরই এক প্রান্তে দেখা মিলবে এমন অপরূপ দৃশ্য।

প্রতি বছর এই দৃশ্যের টানেই হাজার হাজার পর্যটক ছুটে আসেন এখানে। এই দৃশ্য উপভোগ করার জন্য সুইৎজারল্যান্ডে ছুটে যেতে হবে না। এ দেশেই যে ‘সুইৎজারল্যান্ড’ রয়েছে, সেখানে এই সময়ে গেলেই এমন নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হতে পারবেন।

ছবি: উইকিপিডিয়া।

ছবি: উইকিপিডিয়া।

জায়গাটা কোথায়, এত ক্ষণে নিশ্চয়ই অনুমান করে ফেলেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এটা কাশ্মীরের দৃশ্য। কাশ্মীরের মুঘল, শালিমার এবং নিশাত উদ্যানে গেলেই দেখা মিলবে এই দৃশ্যের। এই উদ্যানে প্রচুর চিনার গাছ রয়েছে। সেপ্টেম্বর থেকে চিনার গাছের পাতায় সোনালি রঙ ধরতে শুরু করে। ধীরে ধীরে তা বাদামি রঙে পরিণত হয়। ক্রমে চারপাশ লাল আভায় ভরে ওঠে।

ঘুরতে ভালবাসেন? তা হলে এমন নৈসর্গিক দৃশ্য উপভোগ করা থেকে নিজেকে বঞ্চিত করবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tourist sopt kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE