Advertisement
১৭ মে ২০২৪

পাক হানা নিয়ে কড়া বার্তা দিল্লির

সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে ফের পারদ চড়ল ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ০৩:১৪
Share: Save:

সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে ফের পারদ চড়ল ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের।

কাশ্মীরে সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে প্রতিবাদ জানাতে গত কাল পাক হাইকমিশনের কাউন্সেলর স্তরের এক অফিসারকে ডেকে পাঠায় বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘‘৯ থেকে ১৫ নভেম্বরের মধ্যে ১২ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। ভারতীয় সেনা ছাউনি লক্ষ করে গোলাবর্ষণও করা হয়েছে। এই ভাবে ইসলামাবাদ সংঘর্ষ বাড়াতে চাইছে।’’ আজও পাল্লানওয়ালা সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ করে হামলা চালায় পাকিস্তান। জবাব দেয় ভারতীয় সেনাও।

নিয়ন্ত্রণরেখার কাছাকাছি পাকিস্তানি ফরওয়ার্ড পোস্টে অনেক জঙ্গি জড়ো হয়েছে বলেও ওই পাক কূটনীতিককে জানিয়েছে ভারত। দিল্লির দাবি, গত সপ্তাহেই জঙ্গিরা ১৮ বার ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে। সম্প্রতি তাদের হামলায় ১১ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল পাক সেনা। আজ সেই দাবিও উড়িয়ে দিয়েছে দিল্লি।

এই টানাপড়েনের মধ্যেই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশনীতি উপদেষ্টা সরতাজ আজিজের ভারতে আসা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। ৩ ডিসেম্বর থেকে অমৃতসরে হতে চলেছে ‘হার্ট অব এশিয়া’ সম্মেলন। একটি পাক টিভি চ্যানেলকে আজিজ ভারতে আসার কথা জানিয়েছিলেন। কিন্তু আজ দিল্লির তরফে জানানো হয়েছে, এই ব্যাপারে এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pak attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE