Advertisement
২১ মে ২০২৪

পরের প্রধান বিচারপতির নাম চায় কেন্দ্র

প্রধান বিচারপতি দীপক মিশ্রকে তাঁর উত্তরসূরির নাম সুপারিশের অনুরোধ জানাল আইন মন্ত্রক।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০৫:০৬
Share: Save:

প্রধান বিচারপতি দীপক মিশ্রকে তাঁর উত্তরসূরির নাম সুপারিশের অনুরোধ জানাল আইন মন্ত্রক। ২ অক্টোবর বর্তমান প্রধান বিচারপতির অবসর। আগামী সপ্তাহেই প্রধান বিচারপতি তাঁর উত্তরসূরির নাম সুপারিশ করে সরকারের কাছে পাঠাবেন। প্রথা অনুযায়ী, দ্বিতীয় প্রবীণ বিচারপতি রঞ্জন গগৈয়ের নামই সুপারিশ করার কথা। কিন্তু বিচারপতি গগৈ আরও তিন প্রবীণ বিচারপতিকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ তুলেছিলেন। তার পরে তাঁকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে মোদী সরকার মেনে নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। নিয়ম অনুযায়ী, বিদায়ী প্রধান বিচারপতিকে ওই পদের উপযুক্ত প্রবীণতম বিচারপতির নামই সুপারিশ করতে হবে। দ্বিতীয় প্রবীণতম বিচারপতি উপযুক্ত কি না, তা নিয়ে সংশয় থাকলে প্রধান বিচারপতি কলেজিয়ামের সঙ্গে আলোচনা করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dipak Misra CJI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE