Advertisement
১৮ মে ২০২৪

প্রকাশ্যে না হলে অপরাধ নয়: কোর্ট

কেউ নিজের বাড়িতে, ফ্ল্যাটে বা প্রকাশ্য নয় এমন কোনও স্থানে কী আচরণ করছেন, তা নিয়ে অশ্লীলতার অভিযোগ আনা যায় না বলে জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, ফৌজদারি দণ্ডবিধির ২৯৪ নম্বর ধারা অনুযায়ী প্রকাশ্যে অশালীন আচরণ বা অশ্লীল কথা বললে তা অপরাধ।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:৪১
Share: Save:

কেউ নিজের বাড়িতে, ফ্ল্যাটে বা প্রকাশ্য নয় এমন কোনও স্থানে কী আচরণ করছেন, তা নিয়ে অশ্লীলতার অভিযোগ আনা যায় না বলে জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, ফৌজদারি দণ্ডবিধির ২৯৪ নম্বর ধারা অনুযায়ী প্রকাশ্যে অশালীন আচরণ বা অশ্লীল কথা বললে তা অপরাধ।

গত ডিসেম্বরে একটি অভিযোগ পেয়ে আন্ধেরির একটি ফ্ল্যাট থেকে ১৩ জনকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। এক সাংবাদিকের অভিযোগ ছিল, পাশের একটি ফ্ল্যাটে কয়েক জন অশালীন আচরণ করছেন। স্বল্পবাস মহিলারা নাচছেন, টাকা ছুড়ছেন দর্শকরা। পুলিশ গিয়ে ফ্ল্যাট থেকে ১৩ জনকে মদ্যপ অবস্থায় গ্রেফতার করে। ফ্ল্যাটে ছ’জন মহিলারও খোঁজ পাওয়া যায়। মামলা দায়ের হয় ২৯৪ নম্বর ধারায়। অভিযুক্তদের আইনজীবী আদালতে সওয়াল করেন, ফ্ল্যাটের ভিতরে যা হয়েছে, তা ২৯৪ ধারার আওতায় পড়ে না। ব্যক্তিগত ফ্ল্যাট প্রকাশ্য স্থান নয়। বরং, ফ্ল্যাটের ভিতরে কী ঘটছে, তা নিয়ে হস্তক্ষেপ করাটাই বেআইনি। এই যুক্তি মেনে বম্বে হাইকোর্ট জানিয়েছে, যে স্থানে আমজনতার যাওয়ার অধিকার নেই, তা প্রকাশ্য স্থান হতে পারে না। ফ্ল্যাট তেমনই স্থান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

obscenity valid public place
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE