Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Sonia Gandhi

শপথ সনিয়ার, নতুন অধ্যায়ে শমীকও

শারীরিক অসুস্থতার জন্য এ যাত্রায় লোকসভা নির্বাচন না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সনিয়া। পরিবর্তে তাঁকে রাজ্যসভা থেকে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেয় দল।

sonia gandhi

রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ০৭:৫৯
Share: Save:

প্রথম বার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। আজ গোটা পরিবারের উপস্থিতিতে তিনি সাংসদ হিসাবে শপথ নেন। পশ্চিমবঙ্গ থেকে শপথ নিয়েছেন বিজেপির শমীক ভট্টাচার্য। সব মিলিয়ে ভিন্ন ভিন্ন দলের মোট ১৪ জন সাংসদ শপথ নেন আজ। নিজের ঘরে তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

শারীরিক অসুস্থতার জন্য এ যাত্রায় লোকসভা নির্বাচন না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সনিয়া। পরিবর্তে তাঁকে রাজ্যসভা থেকে সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেয় দল। রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসেন তিনি। আজ বাকিদের সঙ্গে তিনিও শপথ নেন। সে সময়ে ঘরে উপস্থিত ছিলেন পুত্র রাহুল, মেয়ে প্রিয়ঙ্কা বঢরা, জামাই রবার্ট বঢরা ছাড়াও কংগ্রেসের শীর্ষ নেতারা।

পশ্চিমবঙ্গ থেকে শপথ নেন শমীক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বোন সুদীপ্তি চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সুদীপ্তি যে শাড়িটি পরেছিলেন সেই শাড়িটি পছন্দ হয় সনিয়ার। মেয়েকে সে কথা জানান সনিয়া। প্রিয়ঙ্কা উঠে এসে সেই কথা বলেও যান শমীকের বোনকে। পরে প্রিয়ঙ্কা ছবি তোলেন সুদীপ্তির সঙ্গে। সংসদ থেকে বেরিয়ে এসে শমীক বলেন, ‘‘নতুন অধ্যায় শুরু হল। রাজ্যের বিষয় যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করব উচ্চ কক্ষে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE