Advertisement
০১ জুন ২০২৪

লুধিয়ানা পুরসভা পেল কংগ্রেস

মোদী ও তাঁর শরিকদের হাত থেকে পুরবোর্ড ছিনিয়ে নিল রাহুল গাঁধীর দল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
লুধিয়ানা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫১
Share: Save:

জয়ের ধারা অব্যাহত কংগ্রেসের। রাজস্থানের উপনির্বাচনে বিজেপিকে কোণঠাসা করার পরে লুধিয়ানা পুরসভাতেও সাফল্য কংগ্রেসের। মোদী ও তাঁর শরিকদের হাত থেকে পুরবোর্ড ছিনিয়ে নিল রাহুল গাঁধীর দল।

পুরসভার মোট ৯৫টি ওয়ার্ডের মধ্যে শিরোমনি অকালি দল পেয়েছে ১১টি আসন, বিজেপি জিতেছে ১০টিতে। আর রাজ্যের শাসক দল কংগ্রেস জিতেছে ৬২টি আসনে। নীরব মোদী কাণ্ডের পাল্টা হিসেবে মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের জামাইয়ের বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগকে জোরালো ভাবে সামনে নিয়ে আসতে চাইছে বিজেপি। এই সময়েই লুধিয়ানার ভোটে জয় কংগ্রেসকে আরও উজ্জীবিত করে তুলেছে।

শনিবার লুধিয়ানা পুরসভার ভোটে কংগ্রেসের বিরুদ্ধে রিগিং-এর অভিযোগ আনে বিরোধীরা। সেখানে কংগ্রেসের সঙ্গে বিরোধী দলগুলির সংঘর্ষের ঘটনা ঘটে। নতুন করে ভোট নেওয়ার জন্য রাজ্যপাল ভি পি সিংহ বাদনোরের দ্বারস্থও হয়েছিল অকালি-বিজেপি। শেষ পর্যন্ত কয়েকটি বুথে নতুন করে ভোটের কথাও ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু ভোটের ফল যা হয়েছে, তাতে বিরাট চাপের মধ্যে পড়ে গিয়েছে এনডিএ শিবির। কংগ্রেসের বিরাট সাফল্যের পাশাপাশি লোক ইনসাফ পার্টি ৭টি আসন জিতেছে। আপ জিতেছে ১টিতে। ৪টি ওয়ার্ডে নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন। রাজস্থানের পরে গুজরাতের পঞ্চায়েত ভোটেও রাহুলের সাফল্য এসেছিল। এর পর বিজেপি জোটকে হারিয়ে পঞ্জাবের লুধিয়ানাও এল কংগ্রেসের দখলে। এর আগে ডিসেম্বরে অমৃতসর, জলন্ধর, পাটিয়ালা ও নাগরের পুরসভাও কংগ্রেসের হাতে এসেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE