Advertisement
০৫ মে ২০২৪
Death

উত্তরপ্রদেশে গুলিতে খুন দাউদ-আত্মীয়

পুলিশ জানিয়েছে, নিহাল জালালাবাদ পুরসভার চেয়ারম্যান শাকিল খানের আত্মীয়। ২০১৬ সালে তাঁর সঙ্গে পালিয়েছিলেন শাকিলের ভাইয়ের মেয়ে।

death

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শাহজাহানপুর (উত্তরপ্রদেশ) শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:০৮
Share: Save:

উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার জালালাবাদে গুলিতে নিহত হলেন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরের শ্যালক নিহাল খান।

পুলিশ জানিয়েছে, নিহাল জালালাবাদ পুরসভার চেয়ারম্যান শাকিল খানের আত্মীয়। ২০১৬ সালে তাঁর সঙ্গে পালিয়েছিলেন শাকিলের ভাইয়ের মেয়ে।

শাকিলের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জালালাবাদে পৌঁছন নিহাল। শাকিলের কথায়, ‘‘আমার মনে হয় ২০১৬ সালের ঘটনায় রাগ পুষে রেখেছিল আমার ভাই কামিল। নিহাল বিয়েতে আসছে জেনে বন্দুক নিয়ে এসেছিল ও। অনুষ্ঠানের চতুর্থ দিনে নিহালকে খুন করেছে কামিল।’’

এক তদন্তকারী অফিসারের কথায়, ‘‘বুধবার রাতে নিহালের সঙ্গে কামিলের বচসা হয়। কামিলের রাইফেলের লাইসেন্স আছে। অতিথিদের সামনে সেই রাইফেল থেকেই নিহালকে গুলি করেন তিনি। তার পরে ঘটনাস্থল ছেড়ে পালান।’’

শাহজাহানপুরের এসএসপি অশোককুমার মীনা বলেন, ‘‘কামিলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন নিহালের স্ত্রী রুকসর। শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।’’

২০১৮ সালের তোলাবাজি মামলার জেরে বর্তমানে তালোজা জেলে রয়েছে দাউদের ভাই ইকবাল কাসকর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Uttar Pradesh Dawood Ibrahim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE