Advertisement
০৩ মে ২০২৪
Tejashwi Yadav

এ বার ‘অবমাননাকর’ মন্তব্য তেজস্বীর! রাহুলের পর লালু-পুত্রের বিরুদ্ধে রুজু মানহানির মামলা

অভিযোগ, পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোক্সীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস প্রত্যাহার করার ঘটনা নিয়ে গত মার্চে গুজরাতিদের নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী।

Image of Tejashwi Yadav

আদালতে মামলাকারীর দাবি, গুজরাতিদের সম্মানে আঘাত হেনেছে তেজস্বী যাদবের মন্তব্য। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ২১:৩৬
Share: Save:

গুজরাতিদের বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্য করার অভিযোগে বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের বিরুদ্ধে মানহানির মামলা রুজু করা হল। আমদাবাদের একটি আদালতে তাঁর বিরুদ্ধে এক ব্যবসায়ী ওই মামলা রুজু করেছেন বলে বুধবার সংবাদ সংস্থা সূত্রে খবর।

অভিযোগ, গুজরাতিদের প্রতারক বলে মন্তব্য করেছেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার দায়ে ইতিমধ্যেই গুজরাতের সুরাতের একটি আদালতে ২ বছরের জেলের সাজা শুনেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ইতিমধ্যে তাঁর সাংসদ পদও খারিজ হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোক্সীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস প্রত্যাহার করার ঘটনায় গত মার্চে গুজরাতিদের নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করেন তেজস্বী। তিনি বলেন, ‘‘দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কেবলমাত্র গুজরাতিরাই প্রতারক হতে পারেন। কারণ, তাঁদের প্রতারণাও মাফ করে দেওয়া হবে।’’ এর পরেই তেজস্বীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন হরেশ মেহতা নামে এক ব্যবসায়ী। আমদাবাদের মেট্রোপলিটন কোর্টে তেজস্বীর বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছেন তিনি। নিজের আবেদনে তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যমে তেজস্বীর ওই মন্তব্য শুনেছেন। গুজরাতিদের সম্মানে আঘাত হেনেছে ওই মন্তব্য।

তেজস্বীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় যথাক্রমে মানহানি ও মানহানির শাস্তি দেওয়ার আবেদনে মামলা করেছেন হরেশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE