Advertisement
২১ মে ২০২৪

‘মেক ইন ইন্ডিয়া’র পর এ বার ‘ডিজাইনড ইন ইন্ডিয়া’

অন্য দেশের ‘প্রচারের মোহে ভুলে’ আর বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে না ভারত। ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান আরও বেশি করে কার্যকর হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে। একটু নতুন মোড়কে। যার নাম- ‘ডিজাইনড ইন ইন্ডিয়া’। ভাল ভাবে বাছ-বিচার না করে আর বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে না ভারত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ১২:৩২
Share: Save:

অন্য দেশের ‘প্রচারের মোহে ভুলে’ আর বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে না ভারত।

‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান আরও বেশি করে কার্যকর হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে। একটু নতুন মোড়কে। যার নাম- ‘ডিজাইনড ইন ইন্ডিয়া’।

ভাল ভাবে বাছ-বিচার না করে আর বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে না ভারত।

এ বার ওই সরঞ্জাম আমদানি করা হবে খুব বেছে বেছে। যাতে ঢালাও ভাবে বিদেশি প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে গিয়ে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা সংস্থাগুলোর ব্যবসা না মার খায়। যাতে দেশের মোট প্রতিরক্ষা সরঞ্জামের অন্তত ৩০ শতাংশ ভারতেই বানানো হয়।

এ ব্যাপারে একটি নতুন গাইডলাইন তৈরি করেছেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। যাতে ‘ডিজাইনড ইন ইন্ডিয়া’ বা ভারতীয় নকশার ওপরেই বেশি জোর দেওয়া হয়েছে।

নতুন গাইডলাইনে বলা হয়েছে, ভারত যদি নকশা বানিয়ে দেয়, তা হলে বিদেশ থেকে কেনা প্রতিরক্ষা সরঞ্জামের ৪০ শতাংশ যন্ত্রপাতি ভারতীয় হলে চলবে।

আরও পড়ুন- নিউক্লিয়ার সাবমেরিনে ভারতের চেয়ে অনেক পিছিয়ে পড়েছে চিন!

আর বিদেশ থেকে কেনা প্রতিরক্ষা সরঞ্জাম যদি ভারতের নকশায় বানানো না হয়, তা হলে তার অন্তত ৬০ শতাংশ যন্ত্রাংশকে অবশ্যই ভারতীয় হতে হবে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে আরও কার্যকর করে তুলতেই বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার নতুন গাইডলাইন বানানো হয়েছে। সেই গাইডলাইনে রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ক্ষেত্রে আরও বেশি করে সর্বাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ ও সেই সব সরঞ্জামের মানোন্নয়নে আরও বেশি গবেষণার ওপর জোর দেওয়া হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণ ও তার মানোন্নয়নে গবেষণার জন্য এ বার দু’বছরের চুক্তিতে দেশের ছোট ও মাঝারি সরঞ্জাম নির্মাতা সংস্থাগুলোকে তিন থেকে দশ কোটি টাকা করে দেওয়া হবে।

বিদেশ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ব্যাপারে চালু ‘অফ-সেট’ প্রথারও কিছু রদবদল ঘটানো হয়েছে। এ বার ভারতীয় নকশায় বিদেশি সংস্থাগুলোর বানানো প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে একমাত্র দু’হাজার কোটি টাকার ওপর চুক্তি হলেই তার একটা ‘কমিশন’ পাবে বিদেশি সংস্থাগুলি। চুক্তির পরিমাণ তার চেয়ে কম হলে, বিদেশি সংস্থাগুলো কোনও ‘কমিশন’ পাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

make in india designed arms
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE