Advertisement
১৬ মে ২০২৪

ফর্ম পূরণে সময় চায় ডিমা হাসাও

জাতীয় নাগরিক পঞ্জিতে নাম তুলতে আবেদনপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর বিষয়ে সরকারি তরফে এখনও কোনও ঘোষণা না হওয়ায় আশঙ্কা ছড়িয়েছে ডিমা হাসাওয়ে। প্রতি দিনই সেবাকেন্দ্রগুলিতে আবেদনপত্র জমা দিতে ভিড় বাড়ছে।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০২:৫১
Share: Save:

জাতীয় নাগরিক পঞ্জিতে নাম তুলতে আবেদনপত্র দাখিলের সময়সীমা বাড়ানোর বিষয়ে সরকারি তরফে এখনও কোনও ঘোষণা না হওয়ায় আশঙ্কা ছড়িয়েছে ডিমা হাসাওয়ে। প্রতি দিনই সেবাকেন্দ্রগুলিতে আবেদনপত্র জমা দিতে ভিড় বাড়ছে। সকাল থেকেই জমছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন সাধারণ মানুষ। সে দিকে তাকিয়ে এ বার এনআরসি সংক্রান্ত আবেদনপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধির দাবি তুলছে বিভিন্ন সংগঠন। জাতীয় নাগরিক পঞ্জিতে নাম তুলতে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। কিন্তু ওই আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহে সমস্যার মুখে পড়ছেন জেলার অনেকেই। প্রত্যন্ত গ্রামাঞ্চলের উপজাতি জনগোষ্ঠীর সদস্যদের বেশিরভাগই তাঁদের পূর্বসূরি সংক্রান্ত নথি খুঁজে পাচ্ছেন না। ‘লিগ্যাসি ডেটা’য় নাম মিলছে না অনেকেরই।

পাহাড়ি এই জেলার গ্রামে গ্রামে এনআরসি সেবাকেন্দ্র খুলেছে বিজেপি যুব মোর্চাও। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এনআরসি সেবাকেন্দ্রের কোনও অফিসার বা কর্মীর কাছে সাহায্য না পাওয়ার অভিযোগ উঠলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dima Hasao NRC 31 july BJP haflong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE