Advertisement
১৯ মে ২০২৪

কোরানের বহু বিবাহ তত্ত্বের ভুল ব্যাখ্যা করা হচ্ছে: গুজরাট হাইকোর্ট

কোরানে বহুবিবাহের উল্লেখ রয়েছে। কিন্তু ক্ষেত্র বিশেষে। অনেক ক্ষেত্রেই পবিত্র কোরানের ভুল ব্যাখ্যা দেওয়া হয়। বৃহস্পতিবার একটি মামলার শুনানির সময়ে এই মন্তব্য করেছে গুজরাট হাইকোর্ট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৫ ১০:৪৭
Share: Save:

কোরানে বহুবিবাহের উল্লেখ রয়েছে। কিন্তু ক্ষেত্র বিশেষে। অনেক ক্ষেত্রেই পবিত্র কোরানের ভুল ব্যাখ্যা দেওয়া হয়। বৃহস্পতিবার একটি মামলার শুনানির সময়ে এই মন্তব্য করেছে গুজরাট হাইকোর্ট।

সম্প্রতি এক মহিলা পুলিশে অভিযোগ করেন, তাঁর স্বামী অন্য এক মহিলাকে বিয়ে করেছেন। এর পরেই স্বামী জাফর আদালতের দ্বারস্থ হন। তাঁর দাবি ছিল, কোরান মতে মুসলিম সম্প্রদায়ের মানুষ সর্বাধিক চার বার বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে পারেন। তাই তাঁর বিরুদ্ধে প্রথম পক্ষের স্ত্রীর আনা অভিযোগ খাটে না। স্ত্রীর আইনজীবীর বক্তব্য ছিল, কোরানে পলিগামি অর্থাৎ বহুবিবাহের উল্লেখ মাত্র একবারই রয়েছে। কিন্তু তাও ক্ষেত্র বিশেষে। স্ত্রীর অজ্ঞাতসারে স্বামী যদি অন্য মহিলার সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয় কিংবা নিজের ইচ্ছা মতো স্ত্রী-কে তালাক দিয়ে দেয়, তা খুবই যন্ত্রণাদায়ক।

দু’পক্ষের যুক্তি বিবেচনা করে এবং কোরান খতিয়ে দেখে বিচারপতি জানান, জাফরের কথা অনুযায়ী তিনি কোরান মতে কাজ করেছেন। কিন্তু জাফর জানেন না তিনি কোরান মতেও বেআইনি কাজ করেছেন। অনেক সময়ই নিজেদের ‘স্বার্থে’-র জন্য মানুষ কোরানের ভুল ব্যাখ্যা দিচ্ছে। যা হওয়া বাঞ্ছনীয় নয়। জাফরের বিরুদ্ধে যদিও মামলা প্রত্যাহারের নির্দেশই দেন বিচারপতি।

ক’দিন আগেই দেশে বিভিন্ন ধর্মের মানুষের আলাদা বিবাহ আইনের বিরুদ্ধে সওয়াল করেছিল সুপ্রিম কোর্ট। সব ধর্মের বিবাহ সংক্রান্ত আইন এক করা যায় কি না তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল সরকারকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gujurat high court quran polygamy misinterpret
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE