Advertisement
১৯ জুন ২০২৪
Fire

ভ্যালেন্টাইনস ডে’র সকালে আগুন দিল্লির আর্চিসের কারখানায়

সকাল ৭টা নাগাদ দিল্লির নারায়না ইন্ডাস্ট্রিয়াল ফেজ-১ এর একটি কারখানায় আচমকাই আগুন লেগে যায়। ওই কারখানাটি প্রখ্যাত গ্রিটিংস কার্ড ও উপহার দ্রব্যাদি প্রস্তুতকারী সংস্থা আর্চিস-এর বলে জানা গিয়েছে।

ছবি: এএনআই-এর টুইটার থেকে

ছবি: এএনআই-এর টুইটার থেকে

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫০
Share: Save:

করোল বাগের পর আর্চিসের কারখানা। ফের বিধ্বংসী আগুন রাজধানীর বুকে। যার জেরে ভস্মীভূত হয়ে গেল গোটা কারখানা। ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার সম্পত্তির। তবে এই আগুনে কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে।

সংবাদ সংস্থা এএনআই-এর সূত্র অনুযায়ী আজ সকাল ৭টা নাগাদ দিল্লির নারায়ণা ইন্ডাস্ট্রিয়াল ফেজ-১ এর একটি কারখানায় আচমকাই আগুন লেগে যায়। ওই কারখানাটি গ্রিটিংস কার্ড ও উপহার দ্রব্যাদি প্রস্তুতকারী সংস্থা আর্চিসের বলে জানা গিয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই দমকল কর্মীরা পৌঁছন ঘটনাস্থলে। প্রায় ৩০ জন কর্মীর চেষ্টায় নিয়ন্ত্রণে আগেস আগুন। কারখানায় সহজদাহ্য জিনিসপত্র বেশি থাকায় সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের।

দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও লক্ষাধিক টাকারও বেশি সম্পত্তি নষ্টের আশঙ্কা করা হচ্ছে সংস্থার তরফে। কিন্তু আগুন লাগার কোনও কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন: রাজধানীতে অগ্নিকাণ্ড, মৃত ১৭, জ্বলছে হোটেল, সন্তান কোলে মৃত্যুঝাঁপ মায়ের

গত কয়েক দিনে এই নিয়ে তৃতীয় বার আগুন লাগার ঘটনা ঘটল দিল্লিতে। গত মঙ্গলবার দিল্লির করোল বাগের একটি হোটেলে আগুন লাগে। সেই ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়। গত বুধবার দিল্লির পশ্চিমপুরী এলাকার একটি বস্তিতে আগুন লাগার ফলে ভস্মীভূত হয়ে যায় প্রায় ২৫০টি বাড়ি।

আরও পড়ুন: তুমুল হর্ষধ্বনি, বলিউডি গানের প্যারোডি, মমতা সমাবেশে পৌঁছতেই উৎসবের মেজাজ কেজরীবালের মঞ্চে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New Delhi Archies Delhi Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE