Advertisement
০৯ মে ২০২৪
cow

বাড়ির গরু রাস্তায় ঘুরলেই মালিককে জুতোপেটা, করা হবে জরিমানাও, নিদান পঞ্চায়েত প্রধানের

পঞ্চায়েত প্রধানের এই নিদানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁরা এই নিদান তুলে নেওয়ার দাবি জানিয়েছেন।

Representational Image

প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ভোপাল শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ১৬:৪৪
Share: Save:

বাড়ির গরু যেন বাড়িতেই থাকে। রাস্তায় ঘুরলেই জুতোপেটা করা হবে মালিককে। শুধু তাই-ই নয়, দিতে হবে জরিমানাও। গ্রামবাসীদের এমনই নিদান দিলেন মধ্যপ্রদেশের এক পঞ্চায়েত প্রধান।

মধ্যপ্রদেশের শাহদোল জেলার নাঙ্গাদুই গ্রাম। ওই গ্রামেই এমন নিদান দেওয়া হয়েছে বলে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি। ইতিমধ্যেই গ্রামবাসীদের এ বিষয়ে সতর্ক করতে পঞ্চায়েতের তরফে একটি দল গঠন করা হয়েছে। সেই দল প্রতিটি বাড়িতে যাচ্ছে এবং গ্রামবাসীদের পঞ্চায়েত প্রধানের নতুন ‘নিয়ম’ সম্পর্কে অবহিত করছে। সঙ্গে জানিয়েও দেওয়া হচ্ছে, যদি এই ‘নিয়মের’ অন্যথা হয়, তা হলে মালিককে ৫০০ টাকা জরিমানা করা হবে।

এই ঘটনার একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ঘুরছে। সেই ভিডিয়ো জেলা প্রশাসনের কাছেও পৌঁছেছে। যদিও জেলা প্রশাসন এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত থেকে ঢেঁড়া পিটিয়ে গ্রামে প্রচার করা হচ্ছে প্রধানের নতুন নিদানের কথা। পঞ্চায়েতের এক আধিকারিক জানিয়েছেন, গ্রামের কারও পোষ্য গরু রাস্তায় ঘুরলে পদক্ষেপ করা হবে। নিদান না মানার ‘শাস্তি’ হিসাবে গরুর মালিককে জুতো দিয়ে পাঁচ বার মারা হবে। সঙ্গে দিতে হবে জরিমানাও।

পঞ্চায়েত প্রধানের এই নিদানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। তাঁরা এই নিদান তুলে নেওয়ার দাবি জানিয়েছেন। শুধু তাই-ই নয়, এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য মহকুমা শাসকের দরবারেও হাজির হয়েছেন গ্রামবাসীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cow Madhya Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE