বিতর্কিত ভিডিয়ো থেকে তোলা ছবি।
তাজমহলের ভিতর গেরুয়া পতাকা উড়িয়ে গ্রেফতার দক্ষিণপন্থী সংগঠনের চার নেতা। ধৃতদের মধ্যে রয়েছে এই সংগঠনের জেলস্তরের একটি শাখার সভাপতিও। সোমবার তাঁরা তাজমহলের ভিতর গেরুয়া পতাকা উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন।
ঘটনার পরেই তাজমহলে উপস্থিত সিআইএসএফ জওয়ানরা আটক করে এই চারজনকে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত চারজনের নাম গৌরব ঠাকুর, সোনু বাঘেল, বিনেশ কুমার ও ঋষি লভনিয়া।
সূত্রের খবর অনুসারে, গেরুয়া পতাকা নিয়েই এরা তাজমহলের মধ্যে প্রবেশ করেছিলেন। তারপর ভিতরে গেরুয়া পতাকা দেখালে এদের বাধা দেওয়া হয়। পরে দেখা যায়, ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিয়োটি ভাইরাল হয়।
তাজগঞ্জ থানার পক্ষ থেকে উমেশচন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, গৌরব ঠাকুর নামে একজনের নেতৃত্বে দক্ষিণপন্থী সংগঠনের সদস্যরা তাজমহলে গেরুয়া পতাকা দেখিয়েছেন। পুলিশ এই নিয়ে একটি মামলা করেছে।
আরও পড়ুন:দেড় কোটি টাকার বিনিময়ে ‘প্রতারক’ স্বামীকে বিয়ে করতে দিতে রাজি স্ত্রী
আরও পড়ুন: ট্রাক্টর চালিয়ে দিল্লি যাচ্ছেন কৃষক-কন্যারা, ২৬ জানুয়ারি প্যারেডের প্রস্তুতি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy