Advertisement
১৯ মে ২০২৪
Abhishek Banerjee

Goa Assembly Election 2022: ভুল বোঝাচ্ছেন চিদম্বরম, মানহানির মামলা করে দেখান, কংগ্রেসকে চ্যালেঞ্জ অভিষেকের

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে কড়া ভাষায় কংগ্রেসকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চিদাম্বরমের উদ্দেশে চ্যালেঞ্জও ছুড়লেন অভিষেক

চিদাম্বরমের উদ্দেশে চ্যালেঞ্জও ছুড়লেন অভিষেক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৮:৪৭
Share: Save:

গোয়ার বিধানসভা নির্বাচনে বিজেপি-কে হারাতে কংগ্রেসের সঙ্গে জোট চেয়েছিল তৃণমূল। কিন্তু কংগ্রেসই রাজি হয়নি। এখন তৃণমূলের বিরুদ্ধে বিরোধী ভোট করার ভাগ করার অভিযোগ তুলে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছেন গোয়ার বিধানসভা ভোটে কংগ্রেসের পর্যবেক্ষক পি চিদম্বরম। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে কড়া ভাষায় কংগ্রেসকে এ ভাবেই বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ চিদম্বরমের উদ্দেশে চ্যালেঞ্জও ছুড়লেন তিনি।

অভিষেক বলেন, সৈকত-রাজ্যের ভোটে ঝাঁপিয়ে শুরু থেকেই এক জোট হয়ে লড়াই করতে চেয়েছে তৃণমূল। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে গত ২৪ ডিসেম্বর বেলা দেড়টা নাগাদ চিদম্বরমের সঙ্গে দেখাও করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি পবন বর্মা। সুনির্দিষ্ট প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু উল্টো দিক থেকেই কোনও সদর্থক বার্তা আসেনি।

গোয়ায় তৃণমূলের বিরুদ্ধে বিরোধী ভোট ভাগ করার অভিযোগ একাধিক বার তুলেছে কংগ্রেস। এর পরই চিদম্বরমের সঙ্গে দেখা করার বিষয়টি প্রকাশ্যে আনেন তৃণমূল নেতা পবন। অভিষেকও বললেন, ‘‘জোট নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে কংগ্রেস। চিদম্বরমকে সম্মান করি, কিন্তু তিনি মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন। উনি বিশিষ্ট আইনজীবী। যদি পবন অসত্য অভিযোগ করেন, তবে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করতে পারেন।’’ হুঁশিয়ারি দিয়ে অভিষেক এ-ও বলেন, ‘‘ক্ষমতা থাকলে আমাদের বিরুদ্ধে মামলা করুন, আমরাও আদালতে যাব। আরও নথিপত্র প্রকাশ্যে আনব। জনগণের কাছে তুলে ধরব, কে সত্যি কথা বলছে।’’

গোয়ায় গত বিধানসভা নির্বাচনে জেতার পরও সরকার ধরে রাখতে পারেনি কংগ্রেস। ক্ষমতায় আসার দু’বছরের মধ্যেই হাত শিবিরের এক ঝাঁক নেতা বিজেপি শিবিরে যোগ দেওয়া কংগ্রেসের সরকারের পতন হয়। এই নিয়েই কটাক্ষ করে অভিষেক বলেন, ‘‘এমনই অবস্থা হয়েছে, এখন সাংবাদিক বৈঠকে প্রকাশ্যেই বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস বলছেন, তাঁরা কংগ্রেস নেতা প্রতাপসিংহ রাণেকে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছেন।’’

তিনি আরও বলেন, ‘‘গোয়ায় কংগ্রেস পরীক্ষিত। ক্ষমতায় এসেও ক্ষমতা ধরে রাখতে পারেনি ওরা। কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপি-কে ভোট দেওয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE