সাভারকরের ছবি লাগানো নিয়ে উত্তপ্ত হল কর্নাটক বিধানসভা। ছবি টুইটার।
বিধানসভায় বিনায়ক দামোদর সাভারকরের ছবি টাঙানো নিয়ে সোমবার উত্তপ্ত হল কর্নাটক বিধানসভা। বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে বিধানসভার বাইরে অবস্থানে বসলেন কংগ্রেস বিধায়কেরা। বিরোধীদের দাবি, প্রাসঙ্গিক বিষয় থেকে নজর ঘোরাতেই সাভারকরের ছবি টাঙিয়ে বিতর্ক তৈরি করতে চাইছে রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের অবশ্য দাবি, বিধানসভার ভিতরে কার ছবি লাগানো হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার। এ বিষয়ে বিরোধী বিধায়কদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।
Belagavi | VD Savarkar's portrait unveiled in Karnataka Assembly hall. Congress MLAs have staged a protest with LoP Siddaramaiah writing to Speaker to install portraits of personalities like Valmiki, Basavanna, Kanaka Dasa, BR Ambedkar, Sardar Vallabhbhai Patel and many others. pic.twitter.com/Esgdl8bdgP
— ANI (@ANI) December 19, 2022
কিছু দিন আগেই কর্নাটক বিধানসভায় বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীর সঙ্গে সাভারকরের ছবি টাঙানোর সিদ্ধান্ত নেয় সে রাজ্যের বিজেপি সরকার। পাল্টা কংগ্রেসের তরফে কনক দাস, বিআর অম্বেডকর, বাল্মিকী-সহ একাধিক নামের তালিকা দিয়ে তাঁদের ছবি লাগানোর অনুরোধ জানানো হয়। সোমবারের বিক্ষোভে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমার প্রমুখ। মহারাষ্ট্রের সঙ্গে কর্নাটকের সীমানা সংঘাত নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন কংগ্রেস বিধায়করা। মহারাষ্ট্র, কর্নাটকের মরাঠাপ্রধান গ্রামগুলিকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলেও তাদের যোগ্য জবাব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।
বিধানসভায় সাভারকরের ছবি লাগানো প্রসঙ্গে শিবকুমার বলেছেন, “বিধানসভায় আমরা দুর্নীতি ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছিলাম। সে সবে বাধা দিতেই নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হল। আসলে তাঁরা উন্নয়ন নিয়ে কোনও আলোচনা চান না।” একই সঙ্গে তিনি জানিয়েছেন সীমানা বিবাদ নিয়ে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত কর্নাটক সরকারের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy