Advertisement
৩০ এপ্রিল ২০২৪
IIT-Delhi Student Death

বাড়ি থেকে আইআইটি দিল্লির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর নেপথ্যে কি মানসিক অবসাদ?

মঙ্গলবার রাতে বাড়িতে বাবা-মা ছিলেন না পবনের। পুলিশের দাবি, বাড়িতে শরীরচর্চা করার জন্য যে ‘ওয়েটলিফ্‌টিং রড’ ছিল তার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।

প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৩ ০৮:৫৪
Share: Save:

রাজধানীতে আইআইটি দিল্লির এক ছাত্রের দেহ উদ্ধার। মঙ্গলবার রাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় এই ঘটনাটি ঘটে। মৃতের নাম পবন জৈন (২৩)।

পুলিশ সূত্রে খবর, দিল্লির আইআইটি-তে বিটেক নিয়ে ভর্তি হয়েছিলেন পবন। চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। মঙ্গলবার রাতে বাড়িতে বাবা-মা ছিলেন না পবনের। পুলিশের দাবি, বাড়িতে শরীরচর্চা করার জন্য যে ‘ওয়েটলিফ্‌টিং রড’ ছিল তার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পবনের বাবা-মা সান্ধ্যকালীন ভ্রমণ সেরে বাড়ি ফিরে ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করেন।

পবনের বাবা জানান, তাঁর ছেলে বিগত কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণে চিকিৎসাও শুরু হয়েছিল তাঁর। তল্লাশি করে ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। পুলিশের অনুমান, মানসিক অবসাদের শিকার হয়ে মৃত্যুর পথ বেছে নেন পবন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suicide new delhi Depression
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE