Advertisement
০৫ মে ২০২৪
Uttar Pradesh

করোনার ভয়ে শেষকৃত্যে বাধা স্থানীয়দের, স্ত্রী-র দেহ সাইকেলে চাপিয়ে হন্যে হয়ে ঘুরলেন বৃদ্ধ

রাজকুমারী করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে তাঁর পরিবার। হাসপাতালের তরফেও তেমন তাঁকে কোভিড আক্রান্ত বলে চিহ্নিত করা হয়নি।

এ ভাবেই স্ত্রী-র দেহ সাইকেলে চাপিয়ে হন্যে হয়ে ঘুরতে দেখা যায় তিলকধারীকে।

এ ভাবেই স্ত্রী-র দেহ সাইকেলে চাপিয়ে হন্যে হয়ে ঘুরতে দেখা যায় তিলকধারীকে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
জৌনপুর শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২১ ১৭:৪৬
Share: Save:

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিধ্বস্ত গোটা দেশ। সর্বত্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে স্ত্রী-র সৎকার করতে গিয়ে উত্তরপ্রদেশে পাড়ার লোকের হাতেই হেনস্থার শিকার হলেন বৃদ্ধ। করোনা রোগী না হওয়া সত্ত্বেও এলাকার শ্মশানে ওই মহিলাকে দাহ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তার জেরে সাইকেলে স্ত্রী-র দেহ চাপিয়ে ঘণ্টার পর ঘণ্টা হন্যে হয়ে ঘুরতে হল ওই বৃদ্ধকে। নেটমাধ্যমে সেই ছবি উঠে এল।

মঙ্গলবার উত্তরপ্রদেশের জৌনপুর জেলার অম্বরপুরে এই ঘটনা ঘটেছে। এলাকার বাসিন্দা তিলকধারী সিংহের স্ত্রী রাজকুমারী (৫০) দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার আচমকা তাঁর পরিস্থিতির অবনতি হয়। তড়িঘড়ি উমানাথ সিংহ জেলা হাসপাতালে স্ত্রী-কে ভর্তি করেন তিলকধারী।

রাজকুমারী করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছে তাঁর পরিবার। হাসপাতালের তরফেও তেমন তাঁকে কোভিড আক্রান্ত বলে চিহ্নিত করা হয়নি। বরং মৃত্যুর পর অ্যাম্বুল্যান্সে চাপিয়ে রাজকুমারীর দেহ ফেরত পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর তিলকধারী স্ত্রী-র শেষকৃত্য করতে উদ্যোগী হতেই বেঁকে বসেন এলাকার মানুষ। রাজকুমারীর করোনা সংক্রমিত হয়ে থাকতে পারেন, তাই এলাকার শ্মশানে তাঁর দেহ দাহ করা যাবে না বলে জানিয়ে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE