Advertisement
০১ নভেম্বর ২০২৪

কাঠমান্ডুকে উপহার দিল্লির

বিদ্যুৎ সরবরাহ থেকে পরিকাঠামো, ভূমিকম্প বিধ্বস্ত নেপালের উন্নয়ন থেকে পুনর্গঠন

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ০৪:১৫
Share: Save:

চিনের সঙ্গে সংঘাতের বাতাবরণে আজ কাঠমান্ডুর হাতে কূটনৈতিক উপহার তুলে দিল নয়াদিল্লি। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার ভারত সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ৮টি চুক্তি সই করেছে দু’দেশ। বিদ্যুৎ সরবরাহ থেকে পরিকাঠামো, ভূমিকম্প বিধ্বস্ত নেপালের উন্নয়ন থেকে পুনর্গঠন—বহু ক্ষেত্রেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সাউথ ব্লক। দু’দেশের নেতা যৌথ ভাবে দু’টি আন্তঃসীমান্ত পাওয়ার ট্রান্সমিশন লাইন উদ্বোধন করেছেন। মোদী জানিয়েছেন, নেপালকে বাড়তি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে ভারত।

মোদীর কথায়, ‘‘আজ আমি আর প্রধানমন্ত্রী দেউবা দু’দেশের মধ্যে সহযোগিতার সীমাহীন সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। নেপালের অর্থনৈতিক উন্নয়নে অংশ নিতে পারাটা আমাদের কাছে গৌরবের বিষয়।’’ অন্য দিকে নেপালের পক্ষ থেকেও এই সুরেরই প্রতিধ্বনি করে বলা হয়েছে সে দেশে ভারত-বিরোধী কার্যকলাপকে বরদাস্ত করা হবে না।

ভারত-নেপাল বন্ধুত্বের যে ছবিটি আজ রাজধানীতে তৈরি হয়েছে সেটাই চেয়েছিল নয়াদিল্লির। ডোকলাম সঙ্কট শুরু হওয়ার পর থেকেই দুই প্রতিবেশী দেশ নেপাল এবং ভুটানের উপর বাড়তি নজর রাখছে সাউথ ব্লক। নেপালের সাম্প্রতিক ভারত-বিরোধী আবহাওয়ার সুযোগ নিয়ে বেজিং হৈ হৈ করে ঢুকে পড়েছে সে দেশে, যা নয়াদিল্লির উদ্বেগের বিষয়। ভারত, চিন এবং নেপালের সীমান্তে কালাপানি এলাকায় চিনের সক্রিয়তাকে রুখতেও কাঠমান্ডুকে পাশে প্রয়োজন নয়াদিল্লির। সম্প্রতি বিমস্টেক বৈঠক উপলক্ষে সে দেশে গিয়ে নেপালকে ঢেলে সহযোগিতার ভিত গড়ে এসেছিলেন বিদেশমন্ত্রী। আজ বৈঠকের পরে তাৎপর্যপূর্ণ ভাবে মোদী জানিয়েছেন যে নেপালের সঙ্গে প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে আরও সহযোগিতা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এ ব্যাপারে সাড়া দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রীও।

অন্য বিষয়গুলি:

India Nepal KathMandu কাঠমান্ডু
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE