Advertisement
২৯ মে ২০২৪
T-90 Bhishma

এবার সেনার হাতে আসছে রুশ প্রযুক্তির অত্যাধুনিক ‘ভীষ্ম’ ট্যাঙ্ক

ভারতীয় সেনার হাতে আসতে চলেছে ৪৬৪টি রাশিয়ার দুর্ধর্ষ টি-৯০ ট্যাঙ্কের উন্নত সংস্করণ। এই একই ট্যাঙ্ক পাকিস্তানও রাশিয়া থেকে কেনার চেষ্টা করছে। পাকিস্তান মোট ৩৬০টি ট্যাঙ্ক কিনতে চাইছে।

ভারতীয় সেনার শক্তি বাড়াবে টি-৯০ 'ভিষ্ম'। ছবি : ট্যাঙ্ক এনসাইক্লোপিডিয়ার সৌজন্যে।

ভারতীয় সেনার শক্তি বাড়াবে টি-৯০ 'ভিষ্ম'। ছবি : ট্যাঙ্ক এনসাইক্লোপিডিয়ার সৌজন্যে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ১৭:১৮
Share: Save:

ভারতীয় সেনার হাতে আসতে চলেছে ৪৬৪টি রাশিয়ার দুর্ধর্ষ টি-৯০ ট্যাঙ্কের উন্নত সংস্করণ। ‘ভীষ্ম’ নামের ওই ট্যাঙ্কের জন্য খরচ পড়বে ১৩ হাজার ৪৪৮ কোটি টাকা। ট্যাঙ্কগুলি ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে ভারতীয় সেনার হাতে আসবে। এর ফলে ভারতের পশ্চিম সীমান্তে স্থল সেনার শক্তি এক ধাক্কায় কয়েকগুণ বাড়ানো যাবে।

সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অবদি হেভি ভেহিকল ফ্যাক্টরি (এইচভিএফ) ৪৬৪টি টি-৯০ ট্যাঙ্ক তৈরি করবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের তত্ত্বাবধানে। এ বিষয়ে রাশিয়া থেকে প্রয়োজনীয় সম্মতি আনার ছাড়পত্র দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

এই একই ট্যাঙ্ক পাকিস্তানও রাশিয়া থেকে কেনার চেষ্টা করছে। পাকিস্তান মোট ৩৬০টি ট্যাঙ্ক কিনতে চাইছে।

ভারতীয় সেনার হাতে এখনই ১০৭০টি টি-৯০ ট্যাঙ্ক রয়েছে। সেই সঙ্গে ১২৪ অর্জুন, ২৪০০ পুরনো টি-৭২ ট্যাঙ্ক। ২০০১ সালে ভারত প্রথম ৬৫৭টি টি-৯০ ট্যাঙ্ক কেনে।

আরও পড়ুন : ৪৬ হাজার কোটির অস্ত্র কিনছে দিল্লি

আরও পড়ুন : সরঞ্জাম-সহ তিমি উদ্ধার, রুশ গুপ্তচর কি না, তা নিয়ে সংশয়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Army T-90 Bhishma Russia Arjun
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE