Advertisement
০১ মে ২০২৪
Ram Rahim

আবার জেল থেকে মুক্তি পাচ্ছেন রাম রহিম, ৩০ দিনের প্যারোলের আর্জি মঞ্জুর

চলতি বছরের জানুয়ারি মাসেই প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম। বার বার তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে বিতর্কও হয়েছে নানা মহলে।

 photo of ram rahim

রাম রহিম। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
চণ্ডীগড় শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ২২:২৬
Share: Save:

ধর্ষণে সাজাপ্রাপ্ত ডেরা সাচা সৌদা প্রধান রাম রহিমের প্যারোলের আবেদন আবার মঞ্জুর করা হল। বৃহস্পতিবার রাম রহিমের ৩০ দিনের প্যারোলের আবেদন মঞ্জুর করেছে হরিয়ানা সরকার। চলতি বছরের জানুয়ারি মাসেই প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। বার বার রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে নানা মহলে।

বিচারাধীন বন্দি বা সাজাপ্রাপ্ত বন্দিদের বিশেষ কারণে সাময়িক মুক্তি দেওয়া হয়। অনেক সময় জেলে ভাল আচরণের জন্যও বন্দিদের মুক্তি দেওয়া হয়। একে প্যারোল বলে। সামাজিক বা মানবিক কারণে প্যারোলে মুক্তি মিললেও তার সময় কয়েক ঘণ্টাও হতে পারে। আবার কয়েক দিনের জন্যও হতে পারে।

৩০ দিনের প্যারোলে উত্তরপ্রদেশের বাগপত জেলায় শাহ সতনাম আশ্রমে থাকবেন রাম রহিম। এ নিয়ে জেলে যাওয়ার পর পাঁচ বার প্যারোলে মুক্তি পাচ্ছেন তিনি। সিরসার আশ্রমে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ডেরা সাচা সৌদা প্রধানকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাবাসের রায় দিয়েছে আদালত। সেই কারণেই সাজা ভোগ করছেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে ৪০ দিনের প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম।

এর আগে, প্যারোলে মুক্তি পেয়ে উত্তরপ্রদেশে বারনাওয়া আশ্রমে গিয়েছিলেন ডেরা প্রধান। প্যারোলে থাকাকালীন নিজের মিউজ়িক ভিডিয়োও প্রকাশ করেছিলেন তিনি। জেল থেকে বেরিয়ে নিয়মিত অনলাইনে সৎসঙ্গ করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সেই শিবিরে যোগ দেওয়ার অভিযোগ উঠেছিল বহু বিজেপি নেতার বিরুদ্ধেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ram Rahim Gurmeet Ram Rahim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE