Advertisement
১৪ জুন ২০২৪

সই করার অবস্থায় নেই জয়ললিতা, টিপসই দিলেন মনোনয়নপত্রে

সই করার অবস্থায় নেই জয়ললিতা, দলীয় প্রার্থীদের মনোনয়নপত্রে দিলেন টিপসই

সেই টিপসই

সেই টিপসই

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ০৩:১৯
Share: Save:

সই নয়, টিপসই। জয়ললিতার।

‘আম্মা’র টিপসই দেওয়া এমন মনোনয়নপত্রই শুক্রবার জমা দিলেন তাঁর দল এডিএমকে-র চার প্রার্থী। তামিলনাড়ুর তিনটি বিধানসভা আসনে নির্বাচন হবে আগামী ১৯ নভেম্বর (দু’টি আসনে ভোট স্থগিত ছিল, একটিতে উপনির্বাচন)। সেই মনোনয়নপত্রের ছবিই প্রকাশ্যে এসেছে আজ। যাতে দেখা গিয়েছে, প্রার্থীদের নামের পাশে পরপর রয়েছে এডিএমকে নেত্রী তথা মুখ্যমন্ত্রী জয়ললিতার টিপসই।

মনোনয়নপত্রের দু’টি অংশ থাকে। ‘ফর্ম এ’ এবং ‘ফর্ম বি’। একটিতে দলীয় প্রধানকে প্রত্যয়িত করতে হয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর দলের সদস্য। অন্যটিতে বলতে হয়, তিনি ওই প্রার্থীকে ভোটে লড়ার জন্য দলীয় প্রতীক দিচ্ছেন। দলীয় প্রধানের সবিস্তার বিবরণও সেখানে থাকে।

এ ভাবে প্রতিটি মনোনয়নপত্রে জয়ললিতাকে চার বার সই করতে হতো। দেখা যাচ্ছে, তার বদলে রয়েছে টিপসই। এই টিপসইয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে জল্পনা। অসুস্থ জয়ললিতা মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি। তিনি দ্রুত সুস্থ হচ্ছেন বলে সম্প্রতি দলীয় সূত্রে দাবি করা হয়েছে। তা হলে কেন সইয়ের বদলে টিপসই দিলেন তিনি?

এর উত্তর রয়েছে ওই মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া মাদ্রাজ মেডিক্যাল কলেজের চিকিৎসক পি বালাজির শংসাপত্রে। তিনি লিখেছেন, ‘‘দরখাস্তকারী হাসপাতালে ভর্তি। তিনি সই করার অবস্থায় নেই। তাঁর ট্র্যাকিওস্টোমি করা হয়েছে। ডান হাত ফুলে রয়েছে। তাই আমার উপস্থিতিতে তিনি বাঁ হাতে টিপসই দিয়েছেন।’’ জয়ললিতা যে বেসরকারি হাসপাতালে রয়েছেন, সেখানকার আর এক চিকিৎসক বাবু কে আব্রাহাম সই করেছেন সাক্ষী হিসেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jayalalithaa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE