Advertisement
২২ মে ২০২৪
CPM

কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ, প্রশ্নও

কেন্দ্রীয় কমিটিতে যে শূন্য স্থান ছিল, সেখানে তরুণ মুখ হিসেবে বিক্রমকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে দিল্লিতে কমিটির সদ্যসমাপ্ত বৈঠকে।

Bikram Singh.

সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে নতুন মুখ বিক্রম সিংহ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২৩ ০৬:৫৫
Share: Save:

সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন প্রাক্তন ছাত্র নেতা বিক্রম সিংহ। হিমাচল প্রদেশের বিক্রম আগে এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, এখন সিপিএমের ক্ষেতমজুর সংগঠনের সঙ্গে যুক্ত। কেন্দ্রীয় কমিটিতে যে শূন্য স্থান ছিল, সেখানে তরুণ মুখ হিসেবে বিক্রমকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে দিল্লিতে কমিটির সদ্যসমাপ্ত বৈঠকে।

তবে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বিক্রম সিপিএমের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে জায়গা পেলেও দলের একাংশের প্রশ্ন, যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ কেউ কেন বারেবারে উপেক্ষিত হচ্ছেন? তাঁরা উদাহরণ দিচ্ছেন বাংলার তাপস সিংহের। ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দিল্লিতে ১২ বছর কাজ করে এলেও তার পরে তাপসকে আর রাজ্য স্তরেও কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়নি। এখন তিনি রাজ্য কমিটিতে আছেন ঠিকই। তবে রাজ্য কমিটির সদস্য হিসেবে কোনও জেলার দায়িত্বে তাঁকে যুক্ত করা হয়নি। বরং দলের একাংশের বক্তব্য, গত সম্মেলনে পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক ও জেলা কমিটির নির্বাচনে হেরে যাওয়ার পরে ওই জেলাতেও তিনি কোণঠাসা। এই অংশের মতে, তাপসের মতো যে নেতারা নানা জায়গায় রয়ে গিয়েছেন, তাঁদেরও দায়িত্ব দিয়ে তুলে আনা যেত। তবে দলের এক পলিটব্যুরো সদস্যের বক্তব্য, ‘‘কোনও রাজ্যের প্রতিনিধিকে এ বার কেন্দ্রীয় কমিটির ওই শূন্য জায়গায় অন্তর্ভুক্তি হয়নি। দলের কেন্দ্রীয় সদর দফতরে (পার্টি সেন্টার) কর্মরত হিসেবেই বিক্রম সুযোগ পেয়েছেন। বিগত পার্টি কংগ্রেসেই এই নিয়ে এক প্রস্ত আলোচনা হয়েছিল।’’ কেন্দ্রীয় নেতৃত্বের মতে, রাজ্য স্তরে কাদের ঠিকমতো কাজে লাগানো হচ্ছে না, প্রাথমিক ভাবে তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য দলেরই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM Central Committee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE