Advertisement
২৪ মে ২০২৪

দৌড়ে কৌশিক

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে রঘুরাম রাজনের উত্তরসূরি হিসেবে জল্পনা বাড়ছে এক বঙ্গসন্তানের নাম ঘিরে। কৌশিক বসু। বর্তমানে বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ কৌশিকবাবু ইউপিএ-জমানায় ২০০৯ থেকে তিন বছর অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন।

কৌশিক বসু

কৌশিক বসু

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ০৩:৪১
Share: Save:

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে রঘুরাম রাজনের উত্তরসূরি হিসেবে জল্পনা বাড়ছে এক বঙ্গসন্তানের নাম ঘিরে। কৌশিক বসু। বর্তমানে বিশ্ব ব্যাঙ্কের মুখ্য অর্থনীতিবিদ কৌশিকবাবু ইউপিএ-জমানায় ২০০৯ থেকে তিন বছর অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। সরকারি সূত্রের বক্তব্য, মোদী সরকার গভর্নর পদে এমন একজনকে চাইছে, যাঁর দেশীয় অর্থনীতি সম্পর্কে সম্যক জ্ঞানের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। রাজনের বিদায়ে আন্তর্জাতিক মহলে যে নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে, তা-ও কিছুটা সামাল দিতে চায় কেন্দ্র। আর রাজনের মতো কৌশিকবাবুরও সংস্কারপন্থী ভাবমূর্তি রয়েছে। এই সমস্ত নিরিখে তাই তিনিই দৌড়ে এগিয়ে আছেন বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RBI Kaushik Basu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE