Advertisement
২১ মে ২০২৪
bullet

Bizarre: কাঠের তৈরি এনফিল্ড বুলেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন কেরলের বিদ্যুৎমিস্ত্রি

  • পেশায় এক জন বিদ্যু্ৎমিস্ত্রি হলেও কাঠ দিয়ে নানা রকম মূর্তি তৈরির প্রতি ঝোঁক তার শৈশব থেকেই।
  • বছর দুয়েক আগে নানা রকম কাঠ দিয়ে মোটরবাইকটি বানানো শুরু করেন করুলাই।

কাঠের তৈরি সেই বাইক।

কাঠের তৈরি সেই বাইক।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৬
Share: Save:

শখ আর অদম্য ইচ্ছা যে মানুষকে কতদূর পৌঁছে দিতে পারে, তারই নিদর্শন রাখলেন কেরলের এক বিদ্যুৎ মিস্ত্রি। কাঠ দিয়ে হুবহু এনফিল্ড বুলেট মোটরবাইক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

নাম জিদহিন করুলাই। বছর দুয়েক আগে নানা রকম কাঠ দিয়ে মোটরবাইকটি বানানো শুরু করেন করুলাই। পেশায় এক জন বিদ্যু্ৎমিস্ত্রি হলেও কাঠ দিয়ে নানা রকম মূর্তি তৈরির প্রতি ঝোঁক তার শৈশব থেকেই। এর আগে ছোট একটি বাইক বানিয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন করুলাই।

কিন্তু এ বার প্রমাণ সাইজের বুলেট বানিয়ে সকলকে চমকে দিয়েছেন তিনি। দেখে বোঝার উপায় নেই যে, সেটি কাঠের তৈরি। এমনকি বাইকের চাকাও কাঠ দিয়েই তৈরি করেছেন করুলাই। তিনি জানিয়েছেন, দু’বছর আগে এই বাইক তৈরি করা শুরু করেন। মালয়েশিয়ান কাঠ, সেগুন কাঠ দিয়ে বাইকের নানা অংশ তৈরি করেছেন। এই কাজে আসল এনফিলন্ড বুলেট তৈরিতে যা খরচ, তেমনই খরচ হয়েছে বলে জানিয়েছেন করুলাই। আসলের সঙ্গে এর তফাত একটিই, সেগুলি সচল আর এটি চলচ্ছক্তিহীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bullet Bike kerala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE