Advertisement
২০ মে ২০২৪
Leopard

Leopard: টুঁটি কামড়ে ধরে চিতাবাঘ! সর্বশক্তি প্রয়োগ করে বাঁচতে চাইছে গরু, তার পর কী হল?

বন আধিকারিক সাকেত বাদোলা এই ভিডিয়োটি শেয়ার করেছেন। কিন্তু কোথায় এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে তা এখনও জানা যায়নি।

একটি চিতাবাঘ প্রমাণ মাপের একটি গরুর টুঁটি কামড়ে আছে।

একটি চিতাবাঘ প্রমাণ মাপের একটি গরুর টুঁটি কামড়ে আছে। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ১৬:৪৫
Share: Save:

ডারউইন বলেছেন, যোগ্যতমের উদ্‌বর্তন। অধুনা নেটমাধ্যমে তোলপাড় ফেলা ভিডিয়ো যেন সেই কথারই ‘অডিও-ভিজুয়াল’ পরিবেশনা।

স্বাধীনতা দিবসের দিন পেশায় বন আধিকারিক সাকেত বাদোলা একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ প্রমাণ মাপের একটি গরুর টুঁটি কামড়ে আছে। দু’টি প্রাণীর মাঝে একটি লোহার ব‌্যারিকেড। গরুটি প্রাণপণ চেষ্টা করছে চিতাবাঘটিকে ঝেড়ে ফেলতে। কিন্তু বেকায়দায় পড়েও প্রবল শক্তিতে গরুর টুঁটি কামড়ে রয়েছে চিতাবাঘটি।

অনেক ক্ষণ পর্যন্ত গরুটি মরিয়া হয়ে নিজেকে কামড় থেকে ছাড়ানোর চেষ্টা করে যায় এবং এক সময় হাল ছেড়ে দেয়। মুহূর্তে লোহার ব‌্যারিকেডের তলা দিয়ে গরুটিকে নিয়ে উধাও হয়ে যায় চিতাবাঘটি।

এই ভিডিয়ো দেখে হতবাক সকলেই। তবে ঘটনাটি কোথাকার, তা জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leopard cow
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE