Advertisement
১৭ জুন ২০২৪

শুভেচ্ছা কংগ্রেসেরও: গডকড়ী

যা কাজ করেছেন তার নিরিখেই ভোট চাইছেন গডকড়ী। দলের কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, কাজের খতিয়ান নিয়ে বড়াই নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে তা মানুষকে জানান।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নাগপুর শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০৩:৩৯
Share: Save:

আসন্ন লোকসভা ভোটে নাগপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী পদে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী। গত কাল তারই প্রচারে বেরিয়ে মন্ত্রী বলেন, শুধু দলীয় কর্মী-সমর্থক নন, নাগপুরে বিরোধী দলের কর্মীদের থেকেও প্রচুর সমর্থন পাচ্ছেন তিনি। ১১ এপ্রিল গডকড়ীর কেন্দ্রে ভোট। ২০১৪ সালে এই নাগপুর থেকেই জিতেছিলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘‘অ-বিজেপি ভোটার, বিশেষ করে বহু কংগ্রেস কর্মী ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁরা বলছেন, খাতায়-কলমে ওই দলে (কংগ্রেস) থাকলেও, আমাদের হৃদয় আপনার (গডকড়ী) সঙ্গেই থাকবে।’’ মন্ত্রীর দাবি, ২০১৪ সালে জেতার পরে এলাকার উন্নয়নে ৭০ হাজার কোটি টাকা খরচ করেছেন। তিনি বলেছেন, ‘‘জাতি, ধর্ম, ভাষা, রাজনৈতিক রঙের বাছ-বিচার না করে মানুষের জন্য কাজ করেছি। তাই সকলের সমর্থন পাচ্ছি।’’

যা কাজ করেছেন তার নিরিখেই ভোট চাইছেন গডকড়ী। দলের কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, কাজের খতিয়ান নিয়ে বড়াই নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে তা মানুষকে জানান।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE