—ফাইল চিত্র।
স্বাধীন ভারতের প্রথম জঙ্গি নাথুরাম গডসে এক জন হিন্দু ছিলেন বলে মন্তব্য করেছিলেন কমল হাসন। আজ জবাব দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, হিন্দু কখনও জঙ্গি হতে পারেন না।
লোকসভা ভোটের সময়ে হিন্দু সন্ত্রাস নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। ‘গেরুয়া সন্ত্রাস’ নিয়ে বারবার সরব হয়েছিলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। ভোপাল কেন্দ্রে সেই দিগ্বিজয়ের বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে প্রার্থী করেছে বিজেপি। তা নিয়েও বিতর্ক কম হয়নি। এরই মধ্যে ফের হিন্দু সন্ত্রাস প্রসঙ্গ উস্কে দিয়েছেন হাসন। এই মন্তব্যের জেরে এ দিন হাসনের বিরুদ্ধে এফআইআর করেছে তামিলনাড়ু পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্মীয় আবেগে আঘাত করা ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতায় উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। হাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় ও হিন্দু সেনার এক কর্মী। হাসনের মন্তব্যের জেরে তাঁর ‘জিভ কেটে নেওয়া উচিত’ বলে মন্তব্য করেছিলেন এডিএমকে নেতা ও রাজ্যের মন্ত্রী এ অরুণাচলম।
আজ এক সাক্ষাৎকারে মোদী বলেন, ‘‘কমল হাসনের জ্ঞান আমার চেয়ে বেশি হতে পারে। আমার সীমিত জ্ঞান বলে যে, হিন্দু কখনও জঙ্গি হতে পারেন না। আবার জঙ্গি কখনও হিন্দু হতে পারে না।’’ বিজেপির হিন্দুত্ব-প্রচারের মোকাবিলায় সন্ন্যাসীদের দিয়ে যজ্ঞ করিয়েছেন দিগ্বিজয়। মধ্যপ্রদেশের খান্ডোয়ার সভায় মোদী বলেন, ‘‘এঁরা এখন যজ্ঞ করাচ্ছেন, উপবীত দেখাচ্ছেন। কিন্তু এঁরাই গেরুয়ার উপরে সন্ত্রাসের তকমা লাগাতে চেয়েছেন।’’ অনেকের মতে, মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তকে প্রার্থী করা নিয়ে প্রশ্নেও এ দিন দলীয় অবস্থান স্পষ্ট করেছেন মোদী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy