—ফাইল চিত্র।
জাতির উদ্দেশ্যে বক্তৃতা নিয়ে প্রধানমন্ত্রীকে ‘ক্লিনচিট’ দিয়ে নির্বাচন কমিশন নালিশের সব দিক খতিয়ে দেখেনি বলে অভিযোগ উঠল।
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে চিঠি লিখে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অভিযোগ, নরেন্দ্র মোদী নির্বাচনের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর দফতরের অপব্যবহার করছেন। ‘মিশন শক্তি’-র সাফল্য ঘোষণা করতে গিয়ে জাতির উদ্দেশে বক্তৃতা করে প্রধানমন্ত্রী দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিও-র মতো সরকারি প্রচারযন্ত্রের অপব্যবহার করেছেন কি না, কমিশন শুধু সেটুকু নিয়েই মাথা ঘামিয়েছে। এর আগে ইয়েচুরিই কমিশনের কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছিলেন। ইয়েচুরির যুক্তি, কমিশন তাঁর অভিযোগের সঙ্কীর্ণ ব্যাখ্যা করেছে। কমিশন জানায়, প্রধানমন্ত্রীর বক্তৃতা দূরদর্শন বা রেডিও রেকর্ড করে সম্প্রচার করেনি। বেসরকারি সংবাদ সংস্থার রেকর্ডিং সম্প্রচার করা হয়েছে। ইয়েচুরির দাবি, নির্বাচন কমিশন দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিওকে নির্দেশ দিক, তারা যেন অন্যান্য জাতীয় দলের নেতাদের বক্তৃতা বা বিবৃতিকেও একই রকম গুরুত্ব দেয়।
আজ কংগ্রেস নেতা পি চিদম্বরম ‘মিশন শক্তি’-র সাফল্য ঘোষণা নিয়ে কটাক্ষ করে বলেছেন, ক্ষেপণাস্ত্র ছুড়ে কৃত্রিম উপগ্রহ ধ্বংস করার ক্ষমতা অনেক বছর ধরেই ছিল। বিচক্ষণ সরকার হলে সেই ক্ষমতা গোপন রাখত। একমাত্র মূর্খ সরকারই তা খোলসা করে, প্রতিরক্ষার গোপনীয়তা ফাঁস করে দেয়। তাঁর মন্তব্য, ‘‘লোকসভা ভোটের প্রচারের মধ্যে এখন তা করা হল কেন? বিজেপির নিভু নিভু আশা চাঙ্গা করার জন্য।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
একই সুরে আজ চিঠিতে ইয়েচুরি কমিশনকে নালিশ জানিয়েছেন, বৃহত্তর বিষয়টি হল প্রধানমন্ত্রী লোকসভা ভোটের প্রার্থী হয়েও তাঁর দফতরের অপব্যবহার করছেন। বৈজ্ঞানিকদের সাফল্যকে ভোটের প্রচারের সময় কাজে লাগাচ্ছে। ইয়েচুরি বলেন, ‘‘বক্তৃতার পরেই প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি শুধু স্থলে ও আকাশে চৌকিদার নন। মহাকাশেরও চৌকিদার। প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির অন্যান্য নেতারা প্রচার করছেন যে এই সরকার যে সাহস দেখিয়েছে, তা আগের সরকার দেখাতে পারেনি। প্রধানমন্ত্রীর দফতরের অপব্যবহার করে নির্বাচনী ফায়দা তোলা ছাড়া এটা আর কী? এইসব ঘোষণা সাধারণত ডিআরডিও-র প্রধানের মতো কোনও শীর্ষ অফিসাররাই করে থাকেন। প্রধানমন্ত্রী নিজে সেই ঘোষণা করতে যাওয়াটাই নির্বাচনী বিধিভঙ্গ।’’ ইয়েচুরির দাবি, কমিশন এই দিকটিতেও নজর দিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy