Advertisement
১৪ জুন ২০২৪
diamond

Madhya Pradesh: পাথরে হোঁচট খেতেই ফিরল ভাগ্য, মিলল দশ লক্ষ মূল্যের ২.০৮ ক্যারেটের হিরে

এই বছরের মার্চ মাসে চামেলির স্বামী অরবিন্দ সিংহ একটি ছোট খনি ইজারা নিয়েছিলেন।

ফাইল ছবি

ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ মে ২০২২ ২১:৩৬
Share: Save:

খনিতে কাজ করতে গিয়ে একটি ছোট্ট পাথরে হোঁচট খেয়েছিলেন মাধ্যপ্রদেশের ইটওয়াকলা গ্রামের বাসিন্দা চামেলি বাঈ। হতে তুলে নিয়ে ভেবেছিলেন, দামি পাথর হবে বোধহয়! কিন্তু সেই পাথরটি খনি অফিসে গিয়ে দেখাতেই কর্মীদের চক্ষু চড়কগাছ। সরকারি আধিকারিকরা জানালেন, ওটি যেমন তেমন পাথর নয়। পুরো ২.০৮ ক্যারেটের হিরে।

এই বছরের মার্চ মাসে চামেলির স্বামী অরবিন্দ সিংহ একটি ছোট খনি ইজারা নিয়েছিলেন। কৃষ্ণ কল্যাণপুরের পাটি এলাকায় খনিতে প্রতি দিনের মতো বৃহস্পতিবার কাজে গিয়েছিলেন তিনি। হঠাৎই একটি পাথরে পায়ে লেগে হোঁচট খান। সেই পাথরেই ফিরছে ভাগ্য।

খনি অফিসে গিয়ে হিরে জমা দিয়ে আধিকারিকরা জানান, তার ওজন ২.০৮ ক্যারেট। তবে দাম জানা যাবে নিলামে চড়ালে। সরকারি নিয়ম মেনে হিরের নিলাম হলে যা দাম উঠবে তার উপর কর এবং রয়্যালটি বাদ দিয়ে বাকি অর্থ চামেলিকে দেওয়া হবে। তবে ওই হিরের দাম দশ লক্ষ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সেই টাকা নিয়ে মধ্যপ্রদেশের পান্না শহরে একটি বাড়ি কেনার পরিকল্পনা করেছেন চামেলি এবং অরবিন্দ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

diamond
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE