চাপ বাড়ছে ম্যাগি নুড্লসের প্রস্তুতকারী সংস্থা নেসলে ইন্ডিয়ার উপর। উত্তরপ্রদেশের পরে ম্যাগি নুড্লসের মান পরীক্ষা করে দেখবে উত্তরাখণ্ডের খাদ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত দফতরও। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের সরকারি আধিকারিকরা নেসলে ইন্ডিয়ার পন্থনগর কারখানা থেকে নমুনা সংগ্রহ করেছেন। নমুনা সংগ্রহ করা হয়েছে দেহরাদূন-সহ অন্যান্য জায়গা থেকেও। চলতি মাসেই ২০১৪-র মার্চে তৈরি ম্যাগি ইনস্ট্যান্ট নুড্লসের একটি ব্যাচ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয় উত্তরপ্রদেশের খাদ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত দফতর এফএসডিএ। তাদের দাবি, ওই ব্যাচের ম্যাগতে সীসা এবং মোনোসোডিয়াম গ্লুটামেট পাওয়া গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy