Advertisement
০১ নভেম্বর ২০২৪

ম্যাগির মান পরীক্ষা

চাপ বাড়ছে ম্যাগি নুড্লসের প্রস্তুতকারী সংস্থা নেসলে ইন্ডিয়ার উপর। উত্তরপ্রদেশের পরে ম্যাগি নুড্লসের মান পরীক্ষা করে দেখবে উত্তরাখণ্ডের খাদ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত দফতরও। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের সরকারি আধিকারিকরা নেসলে ইন্ডিয়ার পন্থনগর কারখানা থেকে নমুনা সংগ্রহ করেছেন। নমুনা সংগ্রহ করা হয়েছে দেহরাদূন-সহ অন্যান্য জায়গা থেকেও।

শেষ আপডেট: ০১ জুন ২০১৫ ০৩:৫৬
Share: Save:

চাপ বাড়ছে ম্যাগি নুড্লসের প্রস্তুতকারী সংস্থা নেসলে ইন্ডিয়ার উপর। উত্তরপ্রদেশের পরে ম্যাগি নুড্লসের মান পরীক্ষা করে দেখবে উত্তরাখণ্ডের খাদ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত দফতরও। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের সরকারি আধিকারিকরা নেসলে ইন্ডিয়ার পন্থনগর কারখানা থেকে নমুনা সংগ্রহ করেছেন। নমুনা সংগ্রহ করা হয়েছে দেহরাদূন-সহ অন্যান্য জায়গা থেকেও। চলতি মাসেই ২০১৪-র মার্চে তৈরি ম্যাগি ইনস্ট্যান্ট নুড্লসের একটি ব্যাচ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেয় উত্তরপ্রদেশের খাদ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত দফতর এফএসডিএ। তাদের দাবি, ওই ব্যাচের ম্যাগতে সীসা এবং মোনোসোডিয়াম গ্লুটামেট পাওয়া গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Maggi Uttarakhand noodles Pantanagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE