Advertisement
১৭ মে ২০২৪
Jamia Masjid

বিধ্বংসী আগুন কার্গিলের জামিয়া মসজিদে, ধ্বংস উপরের দু’টি তলা, আগুন নেভাতে নামল সেনাবাহিনী

মসজিদে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দারাও।

জামিয়া মসজিদে বিধ্বংসী আগুন।

জামিয়া মসজিদে বিধ্বংসী আগুন।

সংবাদ সংস্থা
কার্গিল শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ২০:৫৪
Share: Save:

কার্গিলের জামিয়া মসজিদে বিধ্বংসী আগুন। বুধবার সন্ধ্যায় আগুন লাগে দ্রাস এলাকার ওই মসজিদে। মুহূর্তের মধ্যে আগুন শিখা গ্রাস করে গোটা মসজিদ চত্বর। যার জেরে মসজিদের দু’টি তলা সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।

মসজিদে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দারাও। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

কার্গিলের সিইসি ফিরোজ আহমেদ খান বলেন, ‘‘পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয়দের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকলের দু’টি গাড়ি পাঠানো হয়েছিল। তবে প্রাথমিক ভাবে, আগুন নেভানোর কাজ শুরু করে সেনাবাহিনীই। মসজিদের একেবারে উপরের দু’টি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kargil Jamia Masjid Fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE