ভোটগ্রহণ চলছে মেঘালয়ে। ছবি: পিটিআই।
বিকেল চারটেয় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হল উত্তর-পূর্বের দুই রাজ্য মেঘালয় এবং নাগাল্যান্ডে। বিকেল ৩টে পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে ৬৩.৯১ শতাংশ। নাগাল্যান্ডে ভোট পড়েছে ৭২.৯৯ শতাংশ। সম্পূর্ণ পরিসংখ্যান আসতে সন্ধ্যা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মেঘালয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে ১২.০৬ শতাংশ। অন্যদিকে ওই একই সময় পর্যন্ত নাগাল্যান্ডে ভোটদানের হার ১৭.৬০ শতাংশ।
সোমবার সকালে একটি টুইট করে নাগাল্যান্ড এবং মেঘালয়ের মানুষকে কংগ্রেসের উপর আস্থা রাখার জন্য আর্জি জানালেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তিনি জানান যে, দু’টি রাজ্যে ‘উন্নতি এবং জনকল্যাণে’র জন্য কংগ্রেস সরকারকে নির্বাচিত করা প্রয়োজন। ‘উজ্জ্বল’ ভবিষ্যতের জন্য নতুন ভোটারদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সংখ্যায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।
দলে দলে ভোটকেন্দ্রে এসে, ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও মজবুত করার জন্য মেঘালয় এবং নাগাল্যান্ডের সকলকে, বিশেষ করে নতুন প্রজন্মকে টুইট করে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভোটগ্রহণ চলার সময় উত্তপ্ত হয়ে উঠল নাগাল্যান্ডের একটি ভোটকেন্দ্র। অভিযোগ, বুথের ভিতরেই এনপিপি সমর্থককে লক্ষ্য করে গুলি ছোড়েন এক এনপিএফ সমর্থক। ওই বুথে ভোটগ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও আবারও শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া।
নাগাল্যান্ডে নিফো রিওর দল ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (এনডিপিপি)-র সঙ্গে জোটে লড়াই করছে দেশের শাসকদল। এনডিপিপি ৪০টি আসনে, ২০টি আসনে বিজেপি লড়াই করছে। এই দু’দলের জোট সরকারই বর্তমানে ক্ষমতায় রয়েছে নাগাল্যান্ডে। আবারও তাঁরা ক্ষমতায় প্রত্যাবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী। নাগা পিপলস পার্টি (এনপিপি) ২২টি আসনে লড়াই করছে। কংগ্রেস প্রার্থী দিয়েছে ২৩টি আসনে।
মেঘালয়ে কনরাড সাংমার নেতৃত্বাধীন দল এনপিপি লড়াই করছে ৫৭টি আসনে। আর বিজেপি ৬০টি আসনে প্রার্থী দিয়েছে। ভিনসেন্ট পালার নেতৃত্বে কংগ্রেসও ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে। স্থানীয় ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিআই)আবার ৪৬টি আসনে প্রার্থী দিয়েছে। মুকুল সাংমার নেতৃত্বে এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। তাঁরাও ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে। তাঁদের হয়ে প্রচার করতে দু’বার মেঘালয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে থেকে প্রার্থীদের হয়ে প্রচার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নাগাল্যান্ডে মোট বুথের সংখ্যা ২৩১৫টি। ভোটারের সংখ্যা প্রায় ১৩ লক্ষ। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ছয় লক্ষ ৫৫ হাজার ১৪৪। ভোট বিশেষজ্ঞদের মত, মহিলাদের ভোটই নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে নির্ণায়ক হয়ে উঠতে চলেছে।
মেঘালয়ে বুথের সংখ্যা ৩৪১৯টি। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৪০টি এবং অতি স্পর্শকাতর বুথের সংখ্যা ৩২৩টি। ৩৬৯ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন মহিলা। সোহিয়ং কেন্দ্রের এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট হচ্ছে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy