মুম্বই পুলিশের দাবি মেনে ডেভিড হেডলিকে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত হিসেবে ঘোষণা করল আদালত। মুম্বইয়ের একটি আদালত বুধবার নির্দেশ দিয়েছে, ১০ ডিসেম্বর ২৬/১১ মামলার শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করাতে হবে হেডলিকে।
মুম্বইতে জঙ্গি হানার অন্যতম মূল চক্রী ছিল পাকিস্তানি-মার্কিন লস্কর জঙ্গি ডেভিড হেডলি। দীর্ঘ দিন ধরেই মুম্বই পুলিশ এ কথা বলেছে। হেডলিকে অন্যতম অভিযুক্ত করতে চেয়ে মুম্বইয়ের আদালতে তদন্তকারীরা আবেদনও করেন। এ দিন সেই আবেদন মেনে নিয়েছে আদালত। হেডলিকে ২৬/১১ হামলার অন্যতম চক্রী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। সে মার্কিন মুলুকে বন্দি থাকায়, তাকে ভারতে এনে কাঠগড়ায় তোলার প্রক্রিয়া কিছুটা জটিল। প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে হেডলির নাগাল পেতেও অনেক কাঠখড় পোড়াতে হবে। কিন্তু, তার জন্য মুম্বই হামলার বিচার প্রক্রিয়া কোনওভাবেই থামিয়ে রাখতে চায় না আদালত। তাই ১০ ডিসেম্বর এই মামলার শুনানিতে হেডলিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy