Advertisement
১৩ জুন ২০২৪

শেখ হাসিনাকে ফোন মোদীর

করোনা-পরিস্থিতি নিয়েও কথা হয়েছে দু’জনের।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ০৪:২২
Share: Save:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা-পরিস্থিতি নিয়েও কথা হয়েছে দু’জনের। দু’দেশ এই অতিমারি মোকাবিলায় কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানান পরস্পরকে। প্রয়োজনীয় রসদ ও ওষুধপত্র সড়ক, জলপথ এবং বায়ুপথে বাংলাদেশে সরবরাহের জন্য হাসিনা ধন্যবাদ জানিয়েছেন মোদীকে। ওআইসি এবং আমেরিকার ধর্মীয় অধিকার রক্ষা সংক্রান্ত কমিশন ভারতকে বৈষম্যের প্রশ্নে আক্রমণ করেছে। বিষয়টি কিছুটা অস্বস্তিতে রেখেছে নয়াদিল্লিকে। উভয় ক্ষেত্রেই পাল্টা বিবৃতি দিতে হয়েছে সাউথ ব্লককে। বিষয়টি নিয়ে পশ্চিম এশিয়াতেও অসন্তোষের সুর শোনা গিয়েছে। কূটনীতিকদের মতে ইসলামিক রাষ্ট্রগুলির সামনে নিজেদের ভাবমূর্তি পরিচ্ছন্ন রাখাকে অগ্রাধিকার দিচ্ছে মোদী সরকার। রমজান উপলক্ষে অন্য মুসলিম রাষ্ট্রনেতাদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE