Advertisement
০১ নভেম্বর ২০২৪
National News

প্রচারের ঢক্কানিনাদ! ছত্তীসগঢ়ে নির্বাচনী সভায় ঢোল বাজালেন মোদী

জনতার সঙ্গে একাত্ম হওয়ার এমন ‘মওকা’ মোদীও হাতছাড়া করেননি। একজন কাঁধে ঝুলিয়ে দিলেন সেই ঢোল। কাঁধে নিয়ে বেশ কিছুক্ষণ বাজালেন মোদীও।

অম্বিকাপুরের নির্বাচনী জনসভার মঞ্চে ঢোল বাজাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই

অম্বিকাপুরের নির্বাচনী জনসভার মঞ্চে ঢোল বাজাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
রায়পুর শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ২১:১৫
Share: Save:

ছত্তীসগঢ় জুড়ে এখন নির্বাচনের দামামা। প্রথম দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। দ্বিতীয় দফায় ৭৮ আসনে ভোট নেওয়া হবে ২০ নভেম্বর। প্রচারও চলছে জোর কদমে। বিরোধীরা যেমন প্রতিশ্রুতির ঢাক পেটাচ্ছেন, শাসকেরও আছে উন্নয়নের ঢক্কানিনাদ। কিন্তু এবার আক্ষরিক অর্থেই ঢোল বাজালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্তীসগঢ়ের ভোটপ্রচারে।

শুক্রবার ছিল অম্বিকাপুরে মোদীর নির্বাচনী জনসভা। এলাকার সাংস্কৃতিক চর্চার অন্যতম অঙ্গ ঢোল। সেখানে পৌঁছে মঞ্চে উঠতেই বিজেপির এক কর্মকর্তা একটি ঢোল নিয়ে এলেন মঞ্চে। আবদার, প্রধানমন্ত্রীকে একবার বাজাতে হবে।

জনতার সঙ্গে একাত্ম হওয়ার এমন ‘মওকা’ মোদীও হাতছাড়া করেননি। একজন কাঁধে ঝুলিয়ে দিলেন সেই ঢোল। কাঁধে নিয়ে বেশ কিছুক্ষণ বাজালেন মোদীও।

আরও পড়ুন: অন্ধ্রে ঢুকতে পারবে না সিবিআই, বিজ্ঞপ্তি জারি চন্দ্রবাবুর, সমর্থন করলেন মমতা

সামনে জনতার মধ্যে তখন উচ্ছ্বাস তুঙ্গে। মঞ্চে বিজেপি নেতা-কর্মীরা দলনেতাকে অভিনন্দন জানালেন করতালি দিয়ে। তার পর সেই ঢোল এক জনের হাতে দিয়ে নিজে গিয়ে বসলেন আসনে। পরে সেই মঞ্চেই কংগ্রেসকে তোপ দাগেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ‘হিম্মত থাকলে গাঁধী পরিবারের বাইরে কাউকে সভাপতি করে দেখাক কংগ্রেস’, তোপ মোদীর

এর আগেও দেশ-বিদেশে অনেক বারই ঢাক বাজানোর নজির রয়েছে প্রধানমন্ত্রীর। সে সব নিয়ে সোশাল মিডিয়ায় মিম, কার্টুন, জিফ কম হয়নি। এখনও সেগুলি ঘুরে ফিরে মাঝে মধ্যেই ফেসবুক-হোয়াটস অ্যাপে চলে আসে। তার মধ্যেই ফের ঢোল বাজিয়ে শিরোনামে মোদী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE