Advertisement
১৬ মে ২০২৪

কলকাতা-খুলনা বাস

কলকাতা থেকে যশোর হয়ে খুলনা পর্যন্ত বাসযাত্রার মহড়া হবে ৩০ অগস্ট। পরিবহণ দফতরের খবর, ওই দিনই ঢাকা থেকে একটি মালবাহী ট্রাক আসবে কলকাতায়। সেটি যাবে দিল্লি পর্যন্ত।

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০৩:১৯
Share: Save:

কলকাতা থেকে যশোর হয়ে খুলনা পর্যন্ত বাসযাত্রার মহড়া হবে ৩০ অগস্ট। পরিবহণ দফতরের খবর, ওই দিনই ঢাকা থেকে একটি মালবাহী ট্রাক আসবে কলকাতায়। সেটি যাবে দিল্লি পর্যন্ত। গত বছর জুনে কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা পর্যন্ত বাসযাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে। তখনই কলকাতা-খুলনা বাসযাত্রা নিয়ে আলোচনা হয়। পরিবহণকর্তারা জানান, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যে কলকাতা থেকে সুন্দরবন হয়ে ঢাকা পর্যন্ত নদীপথে যাত্রী চলাচলও শুরু হয়ে যাবে। দু’‌দেশের মধ্যে এ ব্যাপারে প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিওর বা এসওপি সইটুকু বাকি। সেটা হয়ে গেলে দু’‌দেশের মধ্যে নদীপথে যাত্রী পরিবহণে আর কোনও বাধা থাকবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus route Kolkata-khulna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE