Advertisement
১১ জুন ২০২৪
Coronavirus in India

New Corona Strain: দিল্লিতে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রনের নয়া উপরূপ! ঝুঁকি বয়স্ক এবং কো-মর্বিডদের

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ২,৪৪৫ জন সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ১৯:০০
Share: Save:

রাজধানী দিল্লিতে ওমিক্রনের নয়া উপরূপ ধরা পড়ল। এবং তা দ্রুত ছড়াচ্ছে বলে দাবি করলেন চিকিৎসকেরা। নতুন উপরূপের সংক্রমণে মৃত্যুর আশঙ্কা কম হলেও তা বয়স্ক এবং কো-মর্বিডদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে দাবি তাঁদের।

সংবাদমাধ্যমের দাবি, দিল্লির বহু কোভিড রোগীর নমুনায় ওমিক্রনের নয়া উপরূপ (বিএ-২.২৫)-এর উপস্থিতি পাওয়া গিয়েছে। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য ওই নমুনাগুলিকে দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর সুরেশ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘ওমিক্রনের উপরূপ বিএ-২.৭৫ সংক্রমণ ক্ষমতা আরও বেশি। এখনও পর্যন্ত দিল্লির ৯০ জন এতে আক্রান্ত, তার প্রমাণ মিলেছে। যাঁদের অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে বা যাঁরা টিকা নিয়েছেন, তাঁরাও এই উপরূপে আক্রান্ত হয়েছেন বলে দেখা গিয়েছে।’’

প্রসঙ্গত, দিল্লিতে কোভিড আক্রান্তের দৈনিক সংখ্যা আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২,৪৪৫ জন সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণের দৈনিক হারও বেড়ে ১৫.৪১ শতাংশ হয়েছে। পাশাপাশি, এক দিনে সাত জন রোগীর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in India corona Coronavirus Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE