Advertisement
০৬ মে ২০২৪

শিশুদের পাশে ভোরের পাখি

ধোয়ারবন্দ অঞ্চল একেই প্রত্যন্ত, তার উপর শিশুদের সংস্থা, তবু ‘ভোরের পাখি’ বড় তিনটি প্রকল্প হাতে নিয়েছে। এলাকায় চালু করতে চলেছে বিবেকানন্দ যোগ ব্যায়াম কেন্দ্র, বিদ্যাসাগর আর্ট স্কুল এবং নেতাজি ফ্রি রিডিং স্কুল। উদ্বোধনের জন্য ২১ জুলাই দিনটিকে বেছে নিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০৩:১০
Share: Save:

ধোয়ারবন্দ অঞ্চল একেই প্রত্যন্ত, তার উপর শিশুদের সংস্থা, তবু ‘ভোরের পাখি’ বড় তিনটি প্রকল্প হাতে নিয়েছে। এলাকায় চালু করতে চলেছে বিবেকানন্দ যোগ ব্যায়াম কেন্দ্র, বিদ্যাসাগর আর্ট স্কুল এবং নেতাজি ফ্রি রিডিং স্কুল। উদ্বোধনের জন্য ২১ জুলাই দিনটিকে বেছে নিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

১৯৮৬ সালের ২১ জুলাই মাতৃভাষার অধিকার আন্দোলনে করিমগঞ্জে পুলিশের গুলিতে সংগ্রামী জগন্ময় দেব ও দিব্যেন্দু দাস (ওরফে যিশু) প্রাণ হারিয়েছিলেন। তাঁদের স্মরণে সে দিন বরাক উপত্যকায় শহিদ দিবস পালন করা হয়। ‘ভোরের পাখি’ তিনটি প্রকল্প চালু করার পাশাপাশি ওই দিন শহিদ দিবসেরও নানা কর্মসূচি হাতে নিয়েছে।

সংস্থার সভাপতি তুলসী মিশ্র জানিয়েছেন, ভোর সাড়ে পাঁচটায় শহিদবেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা হবে। পরে ট্যাবলো-সহ পথ পরিক্রমা এবং সাইকেল মিছিল। সকাল ১১টায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় অংশ নেবেন আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক গণেশ নন্দী ও শিলচর যোগাসন কেন্দ্রের প্রধান প্রশিক্ষক বিপ্রাশিস চক্রবর্তী। অনুষ্ঠানের ফাঁকে প্রকল্প তিনটিরও উদ্বোধন হবে। বিবেকানন্দ যোগ ব্যায়াম কেন্দ্রের উদ্বোধক কৈলাশপুর চা বাগানের কর্মকর্তা কে সি পারেখ। বিদ্যাসাগর আর্ট স্কুল উদ্বোধন করবেন লালামুখ চা বাগানের মতিলাল ধর এবং নেতাজি ফ্রি রিডিং সেন্টার উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে অবসরপ্রাপ্ত ব্লক শিক্ষা অফিসার পুষ্পেন্দু চক্রবর্তীকে। রাত সাতটায় মশাল মিছিল।

অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক তুলসী মিশ্রের কথায়, ‘‘সারা জীবন শিশুদের সঙ্গে কাটিয়েছি। তাই অবসরের পর তাদের নিয়েই তাদের জন্য কিছু কাজ করতে চাই। এলাকাবাসীর কাছ থেকে প্রভূত সাড়া মিলছে।’’ তিনি আশা করছেন, তাঁরা এই সব প্রকল্পের পুরো সুবিধা গ্রহণ করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Organisation Children
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE