Advertisement
১৬ মে ২০২৪
National News

৩০, ৩১ মে দেশজুড়ে ধর্মঘট সরকারি, বেসরকারি ব্যাঙ্ককর্মীদের

এআইবিইএ-র সাধারণ সম্পাদক সি এইচ বেঙ্কটাচলম জানিয়েছেন, কর্মচারীদের ওই ধর্মঘটের সূচি ব্যাঙ্কগুলির কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) ও দিল্লিতে মুখ্য শ্রম কমিশনার (কেন্দ্রীয়)-কে জানিয়ে দেওয়া হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ মে ২০১৮ ১৫:৪০
Share: Save:

বেতন সংশোধনের দাবিতে আগামী ৩০ এবং ৩১ মে দু’দিনের ধর্মঘট ডাকলেন দেশের সবক’টি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীরা।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (এআইবিইএ) তরফে শনিবার জানানো হয়েছে, দু’দিনের ওই ধর্মঘটে সামিল হচ্ছেন দেশের সব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের ১০ লক্ষ কর্মচারী।

এআইবিইএ-র সাধারণ সম্পাদক সি এইচ বেঙ্কটাচলম জানিয়েছেন, কর্মচারীদের ওই ধর্মঘটের সূচি ব্যাঙ্কগুলির কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) ও দিল্লিতে মুখ্য শ্রম কমিশনার (কেন্দ্রীয়)-কে জানিয়ে দেওয়া হয়েছে।

গত ৫ মে মুম্বইয়ে আইবিএ জানায়, তারা ব্যাঙ্ক কর্মচারীদের বেতন গত বছরের ৩১ মার্চের ২ শতাংশ বাড়াতে রাজি আছে।

আরও পড়ুন- আস্থায় টান, দরাজ হতে নারাজ ব্যাঙ্ক​

আরও পড়ুন- নোটবন্দির জের? ব্যাঙ্কে টাকা জমা বৃদ্ধির হার ৫৫ বছরে সর্বনিম্ন

ব্যাঙ্ক কর্মচারীদের সবক’টি ইউনিয়নের কেন্দ্রীয় সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ) জানিয়েছে, আইবিএ-র ওই ঘোষণা মেনে নিতে পারেননি বলেই ব্যাঙ্ক কর্মচারীরা দু’দিনের দেশজোড়া ধর্মঘটে সামিল হচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE