Advertisement
২২ মে ২০২৪

সব জানতেন পিটার, আদালতকে বলল সিবিআই

তিন দিনের সিবিআই হেফাজত হল পিটার মুখোপাধ্যায়ের। আদালতে সিবিআই-এর দাবি, শিনা হত্যাকাণ্ডের আগাগোড়া সব জানতেন তিনি। সব জেনেশুনেও না জানার অভিনয় করে গেছেন পিটার, এমনই দাবি সিবিআই-এর। এমনকী তথ্যপ্রমাণ লোপাট পর্যন্ত করেছেন প্রাক্তন মিডিয়া ব্যারন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৫ ১৭:২৮
Share: Save:

তিন দিনের সিবিআই হেফাজত হল পিটার মুখোপাধ্যায়ের। আদালতে সিবিআই-এর দাবি, শিনা হত্যাকাণ্ডের আগাগোড়া সব জানতেন তিনি। সব জেনেশুনেও না জানার অভিনয় করে গেছেন পিটার, এমনই দাবি সিবিআই-এর। এমনকী তথ্যপ্রমাণ লোপাট পর্যন্ত করেছেন প্রাক্তন মিডিয়া ব্যারন।

পিটার অবশ্য তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন। তাঁর বক্তব্য, শিনা খুনের পিছনে তাঁর কোনও স্বার্থ থাকতে পারে না। আদালতে ঢোকানোর সময় পিটার সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আমি কেন শিনাকে খুন করতে যাবো? কী স্বার্থ থাকতে পারে আমার?’ আদালতে একই কথা বলেন পিটারের আইনজীবীও। তাঁর দাবি, শিনা হত্যায় পিটারের কোনও হাত নেই। এমনকী পিটার পরেও কিছু জানতে পারেননি।

দু’পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর মুম্বই-এর কিলা আদালত পিটারকে তিন দিনের জন্য সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

পিটারের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

এ দিন পিটারের আগে আদালতে হাজির করানো হয় শিনা হত্যা মামলার প্রধান তিন অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়, তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না এবং ড্রাইভার শ্যাম রাইকে। ৩ ডিসেম্বর পর্যন্ত তাঁদের আবারও জেল হেফাজতে পাঠিয়েছে কিলা আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

peter mukherjea sheena bora cbi indrani mukherjea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE